তুমি উঠে এসো অগ্নিকুণ্ড থেকে
আমি আসব সমুদ্র গর্ভ থেকে
দু'জনের সাক্ষাৎটা দেখুক মহাকাশ।
নরম গন্ধে মগ্ন থাকুক সময়ের দীর্ঘশ্বাস
তোমার আমার পেছনে পড়ে থাক
আলোর মিছিল আর পলাতক লাশ।
কিছুক্ষণ পুড়ে যাব কিংবা ডুবে যাব
অবিচ্ছিন্ন প্রেমের চূড়ান্ত অবকাশে।
সে অবকাশে দেখব দু'জন
হৃদপিণ্ডের ভেতরে থাকা দু'জনের মন
মাতাল ছন্দে আজ হব উন্মন।
মিষ্টি বাতাস বয়ে যাবে তখন
যখন বাতাসে শুনব আমরা অপেক্ষার গান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




