আমি সাফল্যের ইবাদতকারী
আমি সাফল্যের পূজারী
সাফল্যই আমার একমাত্র ঈশ্বর
সাফল্যই আমার মহান প্রভু
সাফল্যই আমার জান্নাত।
ব্যর্থতা আমার কাছে শয়তান
ব্যর্থতা হলো জাহান্নামের পথ
ব্যর্থতা আমাকে ধ্বংস করবে
ব্যর্থতাকে তাই ছিঁড়ে ফেলবো
পুড়িয়ে ছাড়খার করে দেব।
আমার চারপাশে ব্যর্থতার সুদীর্ঘ ইতিহাস
কিন্তু তা জানাবো না তোমাকে
ব্যর্থ সেতুর চেয়ে সফল দেয়ালই শ্রেয়
ব্যর্থতাকে আমি ঘৃণা করতে থাকব।
যদিও ব্যর্থতা আমাকে বিনত করে
ব্যর্থতা আমাকে লজ্জিত করে
ব্যর্থতা সাফল্যের পথ দেখায়
কিন্তু এসব কথা হলো সুন্দর মিথ্যা
তাই ব্যর্থতাকে আমি হত্যা করব
অথবা ব্যর্থতাকে বন্দী করবো ছদ্মবেশে।
তুমি কি সফল হতে চাও এই পৃথিবীতে?
নাকি ব্যর্থ হয়েই মৃত্যু বরণ করবে?
সাবধান হয়ে যাও হে ব্যর্থতার কান্ডারী
তোমার জন্য আমার মনে নেই কোন দয়া!
অথচ জীবন যাপন মানেই ছিল সাফল্য
নিসর্গ দেখে মুগ্ধ হওয়াটাই সাফল্য
ধুলার মাঝে গড়াগিড়ি খাওয়াও সাফল্য
যে কোন সত্য বাক্য বলাই সাফল্য
মিথ্যা বলতে গিয়ে কাঁপতে থাকা সাফল্য!
অন্যের ত্রুটি খুঁজে বেড়ানো হলো ব্যর্থতা
কাউকে ক্ষমা করতে না পারাটাই ব্যর্থতা
নিজেকে ছোট ভাবাটা হলো ব্যর্থতা
মিথ্যা ভালোবাসায় ডুবে থাকাটাও ব্যর্থতা
"তুই ব্যর্থ" বলে চিৎকার করাটা ব্যর্থতা!
এসো সবাই ব্যর্থতার মূল উৎপাটন করি
পবিত্র হই মানবাত্মার পাপের উৎস থেকে
নেমে পড়ি মিছিলে, মিটিংয়ে, শ্লোগানে
আমাদের শব্দে প্রকম্পিত হোক আকাশ
আমাদের বিরোধীতায় ভারী হোক বাতাস।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০১