কল্পনা থেকে বেরিয়ে এসো প্রিয়। আমরা বাস্তবের দাস, কল্পনার প্রভু। কল্পনা হলো এক প্রকার বিভ্রান্তি। কল্পনা হলো বিকৃত বিষয়ের সমষ্টি। কল্পনা হলো অতীত আর ভবিষ্যৎ নিয়ে অযথা মাথা ঘামানো। বাস্তবতা হলো বর্তমানের পথ চলা। তুমি বাস্তব সত্যের পক্ষে চলে এসো। পাহাড়ের মতো বিশাল আর পাথরের মতো শক্ত করো হৃদয়। মজবুত আর টেকসই হও পৃথিবীতে। বাঁচতে চাইলে জীবনের বন্দনা করো। জীবনের নিন্দা কোন ভাল কিছু বয়ে আনেনি। জীবিত মানুষকে দেখ। জীবিতদের ভালবাসো। মৃতদের নিয়ে পড়ে থেকো না। জীবন কোন সহজ ব্যাপার না। তোমার শরীরের ভিতর কোটি কোটি জীবিত কোষ আছে। প্রতিটি কোষ বেঁচে থাকতে চায়। তুমি তাদের মেরে ফেলতে চাইছ কেন? তোমার কি দয়া-মায়া নেই? দয়াশীল হও। উদার-মানবিক হও। সত্যবাদী হও। জ্ঞানের চর্চা করো। জ্ঞানীদের সম্মান করো। সিনেমা-নাটক দেখে সময় নষ্ট করো না। মানুষ দেখ। মানুষের কথা শোন। মানুষের হৃদয়কে জয় করো। পরিবারকে সময় দাও। পরিবারের লোকদের সাহায্য করো। আত্মীয়ের খোঁজ-খবর নাও। সুন্দরের পূজারী হও। সুন্দরের সাথে থাকো। যাই করবে ১০০% মনোযোগ দিয়ে কর। মানুষকে ক্ষমা করো। নিঃশর্তভাবে ক্ষমা করো। ক্ষমা করার পর সে সম্পর্কে কিছুই মনে রেখো না। প্রচুর পড়, অতিরিক্ত পড়। সবার ১০০% কথা শুনো, নিজের ৫০% কথা বলো। প্রতিদিন কিছু না কিছু টাকা সঞ্চয় করো। প্রতিদিন কিছু সময় ধরে নিজের চিন্তার বিপরীত চিন্তা করো। এতে তুমি তোমার শত্রুদের মতিগতি বুঝতে পারবে। নিয়মিত কিছু না কিছু নতুন জিনিস শেখো। নিজের উপর ভরসা রাখো। অন্যের উপর ভরসা করো না। তুমি যা নিয়ন্ত্রণ করতে পারো না, তা নিয়ে ভেবে লাভ কি? নিজের কাজের উপর ফোকাস ধরে রাখো। কাজ করো। কাজেই তোমার মুক্তি। শরীরকে ব্যস্ত রাখো। ক্রোধকে দমন করো। ক্রোধ তোমাকে ধ্বংস করে দিতে পারে। ঝগড়া চরমে পৌঁছানোর আগেই থেমে যাও। থামতে শেখো। কাউকে না কাউকে আদর্শ বানাও, তাকে ফলো করো। নিজের ভেতর অনুভূতি জাগাও। নিজের প্রতি সৎ হও। মানুষকে সৎ পরামর্শ দাও। কাউকে তোমার কথা দিয়ে আঘাত করো না।
পারলে আপনিও আমাকে কিছু উপদেশ দিয়ে যান।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৭