মা ওগো মা....।
আমি অসহায়,
ছারা তোমায়...
আগলে ধরে রেখো,
বাহুডোরে আমায়।
জীবনের চেয়েও বেশি,
ভালবাসি তোমায়...।
শুকরিয়া তোমায়,
ওহে প্রভু...
দিয়েছো মায়ের
বদনে মধু।
মা ওগো মা...।
তোমায় ছারা আমি অসহায়,
নাই, কিছুই নাই...
তুমি নাই যেথায়।
শুকরিয়া ঐ স্রষ্টার কাছে,
যতনে রেখেছো আমায়...
মায়ের'ই গর্ভ বেশে।
কষ্টের তিব্রতায় নিজে মা'গো জ্বলে,
বুঝতে দাও নি আমায় তুমি...
শ্রদ্ধা ভরে মাথা নত করি,
তাইতো তোমার চরন চুমি।
অভাবের অগ্নিতে নিজে মা'গো পুড়ে,
কভু পুড়তে দাও নি তুমি আমায়...
তাইতো আজ অন্তর থেকে বলি,
মা ওগো মা, ভালবাসি তোমায়।
তাইতো প্রার্থনা মোর,
করি হাত জোর...
হে করুনাময়,
প্রা্র্থনা মোর কবুল যেন হয়।
হাসরের দিন চাইনা বেহেস্ত,
চাইনা সর্গের সুখ...
চাই শুধু আমি,
হে অন্তর্জামি...
আমার মায়ের হাসি মুখ।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১০ সকাল ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





