অনেকদিন পোস্ট করা হয় না। আসলে লেখালেখি করার মত সাহস বা ধৈর্য কোনটাই আমার নাই।




এইবার নাস্তিক আস্তিক প্রসংগ। আমি ব্লগে আছি প্রায় ৭-৮ মাস। ব্লগ বলতে আমি সামু আর টেকটিউন্সকেই বুঝি। অন্য ব্লগে যাওয়া হয়না তেমন। সামুতে আস্তিক-নাস্তিক কোন্দল কম দেখি নাই। কত পাব্লিক ব্যান খায়া গেল, জেনারেল হইল, এ তারে , সে উনারে ঘায়েল করার জন্য কত বই পুস্তক পানি দিয়া এক ঢোগে গিলে ফেল্ল তার হিসাব নাই। তবে এইসব ক্যাচাল থেকে কোন রেজাল্ট আস্তে আমি দেখি নাই। হুদাই ভ্যা ভু। কি দরকার ভাই এইসব করার ? ব্লগে আসছি, শান্তিতে কিসু সুখ দুঃখের কথা শেয়ার করব, কিছু শিখব....... এইতো ? কার ধর্ম সেরা, কার ধর্ম ফাউল, আল্লাহ আছে কি নাই এইসব সুক্ষ বিষয় নিয়া ব্লগ না উল্টাইলেই কি চলে না? মডারেটরদের কথা কিছু বললাম না। তাদের কার্যকলাপ আমার এন্টেনার উপ্রে নিচে কোন দিক দিয়ায় যায় না। ৫০০ মাইল দুরে থমকে থাকে। তো যেই কথা বলতে চাইতাসি, আসেন আমরা আস্তিক-নাস্তিক কোন্দল বাদ দিয়া ব্লগার হিসেবে থাকি, সুন্দরভাবে ব্লগিং করি। কিছু শেখার জন্য বা আনন্দ পাবার জন্য ব্লগের চেয়ে ভাল আর হইতে পারে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




