-ম ম হ্যালও
-কি ব্যাপার তুমি সকালে কল করলা না কেন ? আমি এত বার কল করসি রিসিভ ও করলা না ?
-ওও তাই নাকি, আমি খেয়াল করি নাই। ঘুম থেকে ঊঠলাম এখন।
-কিহ ঘুম থেকে ? দুপুর ১২ বাজে ঘুম থেকে উঠস মানে ? তোমার সমস্যা কি ? রাতে কি করস ? অন্য কারো সাথে মোবাইলে কথা বলস ? কেন আমাকে দিয়ে আর পোশায় না ? আমি পুরান হয়ে গেসি ? কি কথা বল না কেন ? আমাকে আর ভাল্লাগে না ? ডেইলি ডেইলি নতুন মেয়ে লাগে তোমার? কি চুপ করে আছ কেন ? অই???
- আরেহ আজব। এত্ত কথা শোনাই দিলা ?? আরে আমি তো রাতে ইন্টারনেট ব্রাঊজিং করলাম। জিপির পি৩ নিসি বললাম না তোমাকে ? ওইটা তো রাতে শুরু হয়।
-নেটে ছিলা ? তাহলে আমি দেখি নাই কেন ? ফেসবুকে তো ছিলাম ২ টা পর্যন্ত ?? মিথ্যা কথা বল কেন ? তুমি আবার মিথ্যা বলতস আমার সাথে ? সমস্যা কি তোমার ?
-আরেহ ভাই, আমি ফেসবুকে ছিলাম না তো, এমনি অন্য সাইটে ছিলাম। ব্লগে ছিলাম।
-অন্য সাইট মানে কোন সাইট ? নাম নাই অন্য সাইটগুলার ? আমি জিজ্ঞেস করলেই বল অন্য সাইট ? মানে কি এর ? কিসের সাইট ওইগুলা ? পর্ণ সাইট ? আমি বুঝি না মনে করস ? তুমি কিই ই ? তোমার তো সমস্যা আছে , সারাদিন পর্ণ সাইটে মানুষ পড়ে থাকে কি ভাবে ?? পারভারট একটা ।
- আরে আমার মা , বললাম তো ব্লগে ছিলাম। ভাই আমার কথা তুমি বিশ্বাস কর না কে ? আজব !!! বিশ্বাস না থাকলে প্রেম টিকে কিভাবে বল তো ?
-হাহ বিশ্বাস!! তুমি কতটুকু রাখতস বিশ্বাস ? আর ব্লগে কি , হ্যা ? ব্লগে কি ? তোমার ক্লাস নাই ? সারাদিন ঘুমাও, কেমন ভার্সিটি তোমার ঐটা ? ক্লাস না করলে পিটায় না কেন ধরে ? ব্লগে কি লেখ ? দুনিয়ার হাবিজাবি ই তো । দেখি তো আমি ব্লগে। সারাদিন গালিগালাজ, আজগুবি সব লেখা । ব্লগে ভাত দিবে ? কি কথা বলতস না কেন ? ব্লগ ভাত দিবে ?
-আচ্ছা আচ্ছা মাফ চাই , প্লিইইজ। এখন বল। কেন কল দিস ? আমি তো একটু পরে ই কল দিতাম।
-কেন কল দিসি মনে নাই। তোমার সাথে এত্ত কথা বলতে গিয়ে ভুলে গেসি। মনে পড়লে আবার কল দিব, এখন রাখি।
(আল্লাহ বাচাইসে। ধ্যাত শালার বাসায় ভেজাল , বাইরে ভেজাল , যামু কই ?
_হ্যাল
-হ্যা মনে পড়সে। তুমি বিকালে ক্যাম্পাসে আসবা। দেখা করব।
-বিকালে কখন ?
-এই ৪ টার দিকে ।
-আমার টিউশনি আছে তো!!
-টিউশনি থাকলে টিউশনি করবা।
-ওমা, তোমার সাথে দেখা করতে গেলে ওইখানে যাব কখন ?
-আমি এত্ত কথা শুন্তে চাই না। বিকালে দেখা করবা ব্যাস।সময় দিতে না পারলে প্রেম করতে বলসে কে ? হ্যা ? টিঊশনি কালকে করা যায় না ?
-নাআআ আমি আসলে যাই নাই তো এই সপ্তাটা। এখন আজকে ও না গেলে কেমন দেখায় বল। পরে এইটা ও যাবে।
-যাওনাই মানে ? এই যাওনাই মানে কি ? তুমি কর কি সারাদিন ? এত্ত অলস কেন তুমি ? আজব। দুনিয়ার আজগুবি মানুষ আমার ঘাড়ে এসে পড়ে কেন আমি বুঝি না।
-আমার কি দোষ ? কাজ থাকে না ? অদ্ভুত।
-দেখ এত কথা বুঝি না। তুমি আসবা। আচ্ছা ৩টায় আসবা। পরে টিউশনিতে যাবা, ওকে ?
-হুম ।
-হুম টুম না। এই শুন শেভ করে আসবা। লাগে তো একটা জংলির মত।
_আচ্ছা বাপ আসব, শেভ করে আসব।
রাতেঃ
-হ্যাল।
-হ্যাল জান, কি কর?
-এইতো এমনি , বসে আছি।
-বসে বসে কি কর ?
-আপনার কথা ভাবি , হানি।
-কি ভাব আমার কথা ??
-এইইই তো, সকালে এক রকম , বিকালে আরেক রকম। কত্ত আদর আদর কথা। তুমি সবসময় এমন করতে পার না ? খালি বকা দাও কেন ?
-ওম্মা তাই ? আমার জানুটা লাগ করসে এ এ ? আমি তো তোমার ভালর জন্যই বলি। আমি না বললে আর কে বলবে ??
-হুম ম ম
-তুমি তো আমার বউ। তুমি না বললে আর কে বলবে। হা হা হা
-তাই ?? বউ ??
-ওমা তোও ? বউ না হইলে প্রেম করতেসি কেন তোমার সাথে ??? সেই প্রথম দিন থেকেই তো তুমি আমার বউ
-ধ্যাত, তুমি কি একটা। খালি বউ , বউ।
-বউ ই তো। বল , বিয়ে করবা না আমাকে ?? কি চুপ কেন ?? বল ?
-হুম ম ম । করব ই তো। আপনার মত ভ্যাগাবন্ডকে বিয়ে না করে আর উপায় আছে আমার ?
-আমি ভ্যাগাবন্ড !!!
-এই শোন, তোমাকে না আজকে খুব হ্যান্ডসাম লাগসে। জিন্সটা কখন কিন্স ? নেক্সট বার আসলে আবার ওইটা পরবা।
-হিহি। হুম ঠিক আছে। পড়ব। আর তোমাকে তো আজকে এ এ এ, কি বলব। অসাম লাগসে, জাস্ট অসাম। এত্ত সুন্দর কেন তুমি ?
-হতে হয়, মেয়েদের একটু সুন্দর হতে হয়।
-এ এহ একটু প্রশংসা করলাম , তাতেই ভাব বেড়ে গেসে।
-ওমা ভাব কই দেখাইসি ? আজব...
-নাহ ভাব দেখাও নাই তুমি আসলেই সুন্দর। দেখলেই মনে হয় গাল একটা কামড় দি
-রাক্ষস কোথাকার। এই শুন এখন রাখি। হ্যা? কাল কথা হবে। সকালে ক্লাস তো তুমি জান।
- ওকে বেইবি, গুড নাইট।
-গুড নাইট জান।
সকালেঃ
- ম ম ম হ্যাল ......
- এই কি ব্যাপার , তুমি এখন ও ঘুম কেন ?
- কই কই , না না , উঠসি তো
-দেখ মিথ্যা বল্বা না, গলা শুনেই বুঝসি তুমি ঘুম। আবার শুরু করস। কালকে এত্ত করে কাকে বুঝাইসি ??? আজব। তোমার সমস্যা কি .................................
(এটাই প্রেম ??? )(যদি এটাই প্রেম হয় তো আমি সারাজীবন প্রেম করতে চাই )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




