কানা ছেলের নাম পদ্মলোচন, মহা চোর আজ বিরাট লিডার
করবে দেশের দুঃখ মোচতার মত এক বিরাট চিটার !
খুঁজতে গিয়ে হালের বলদ, পেলাম এমন দামড়া,
হয়না ধেঁকি কোনভাবেই, কাঠ যদি হয় আমড়া ।
বলদ আমার দাঁড়িয়ে থাকে আটকে বাতাশ আলো,
এমন গরুর চেয়ে আমার শুন্য গোয়াল ভাল ।
এই যে দেখেন আমার নেতা চরিত্রই তার শক্তি
দোষ শুধু তার পরনারী আর সুরায় আনুরক্তি ।
আমার নেতা চরের রাজা একটি মাকাল ফল
জ়েলের ভয়ে বিলাত পালায় জানেন কত ছল।
বিস্তারিত পড়ুন-
Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





