সুসান বয়েলের মত বলতে হয় আমার একটা স্বপ্ন ছিল। আমার সেই স্বপ্নটা এখনও আছে। ভারতকে ইডেন গার্ডেনের মাটিতে হারাইতে চাই। ইডেন গার্ডেনের এক লাখ দর্শকের সামনে ভারতকে হারাইতে চাই। অনেক কাঠখড় পুড়িয়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। কত না অবজ্ঞা করেছে কতজন। আমরা নীচুজাতের বাঙ্গালী। আমরা বাঙ্গালীই না, আমরা মুসলমান। আমরা অশিক্ষিত, নিম্নজাতের চাষী হিসেবে অনেক উপেক্ষিত হয়েছি পশ্চিমবঙ্গীয় বাবুদের কাছে। ইতিহাসের পাতায় পাতায় লিখা আমাদের প্রতি অবজ্ঞা। আমরা তলাবিহীন ঝুড়ি। আমেরিকানদের কাছে আমরা পেয়েছি তাচ্ছিল্য, অবজ্ঞা। আমরা ব্যর্থ রাষ্ট্র। আমরা টিকে থাকব না ইতিহাসের বুকে। কতজন কত কথা বলেছে। জানি না আমার পূর্বপুরুষেরা কোন অজানা আশায় জীবনের মায়া ত্যাগ করেছিলেন। তারা কী জানতেন এই চাষাভূষা, তলাবিহীন ঝুড়ি একদিন বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে যখন জমিদার বাবুরা ইডেনে একটা ম্যাচও আয়োজন করতে পারবে না? হয়তো জানতেন, নতুবা কিসের আশায় তারা নির্দ্বিধায় জীবন দিয়েছিলেন। তারা কি জানতেন এই তলাবিহীন ঝুড়িই একসময় এতদূর আসবে, একটা নোবেল পুরষ্কারও বাগাবে? হয়তো জানতেন, নতুবা কিভাবে তারা থ্রী নট থ্রী নিয়ে অটোমেটিক মেশিনগানের মোকাবেলা করেছিলেন?
আমাদের বোলিং অর্ডিনারী। আমরা নীচুজাতের বাঙ্গালদের নীচুজাতের দল। ইতিহাসে কেউ আমাদের কথা কম শোনায় নাই। আজও আমরা জমিদারদের দেশে খেলার আমন্ত্রণ পেলাম না। তাই আমার একটা স্বপ্ন ইডেনের মাঠে, জমিদার বাবুদের মাঠে একবার শেহবাগদের হারানো। এক লাখ জোড়া জমিদারদের সামনে দেখানো আমরা কোথা থেকে কোথায় এসেছি। হাজার বছরের উর্দু, আরবী, ফার্সি, ইংরেজী, আরিয়ান, সংস্কৃতের চোটেও বাংলা টিকে থেকেছে। বাংলা মরে নাই। বাংলা মরার নয়, বাংলা শক্তিশালী হবার। বাংলা যদি মরার হতো তবে গত চার হাজার বছরেই মরে যেত। বহু ভাষা, বহু জাতি এসেছে। বহু শাসক, বহু শোষকের ভীড়ে, বহু অত্যাচারেও আমরা টিকে থেকেছি। আমরা শুধু টিকেই থাকিনি, আমরা বড়ও হয়েছি, আমরা বাড়ছি, আমরা শক্তিশালী হচ্ছি। হাজার দুর্নীতির পরেও আমরা উন্নতি করছি, আমাদের রাস্তাঘাট ভেজাল সুরকিতে ভাঙ্গছে, আবার গড়ছেও। আমাদের রাস্তাঘাট হচ্ছে, কল কারখানা হচ্ছে, দালানকোঠা হচ্ছে, শিক্ষিত মানুষ হচ্ছে। আমরা থেমে থাকি নাই। ১৯৪৭ এ আত্ম অভিমানী বাঙ্গালী জমিদারবাবুরা কি জানতেন যে ষাট বছর পরে সর্ববৃহৎ বাংলা ব্লগটা এই বাঙ্গালরাই করবে? না তারা জানতেন না। কিন্তু আমাদের ভাষা শহীদরা হয়তো জানতেন। তাই তারা বুকের রক্ত ঢেলে দিয়ে রক্ষা করেছিলেন এই ভাষা।
আমি আমার জীবদ্দশায় একবার দেখে যেতে চাই ইডেনের মাটিতে এক লক্ষ জোড়া সর্বভারতীয় বাঙ্গালীর চোখের সামনে সর্বভারতের বাংলার কাছে পরাজয়। আমি আমার জীবদ্দশায় একবার বাংলার জয় দেখে যেতে চাই সেই সব অবজ্ঞাসূচক উন্নাসিকদের বিপক্ষে।
জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




