আধা ঘন্টাখানেক ঘুমাইলাম। আচঁ করতে পারলাম আমার কোলবালিসটা নাই। মিজাজাটা আবারো খারাপ হইল। গিয়া দেহি হালার পুত মামু আবার কোলবালিসটা নিয়া গেছে বিশেষ কায়দায়, এবার মামুর পাইতা রাখা গোয়ায় একটা জমপেশ লাথি মারলাম, মারার লগে লগে ওমা ওমা কইরা চেচাইয়া উঠল। আর কইল তুমি এইটা কি করলা। আমি কইলাম 'শশশশ.....চুপ, আমারে শান্তি মত ঘুমাইতে দে, ফ্রেশ মাইন্ডে উইঠাই ব্লগে গ্যাজাইতে হইব, চুপচাপ যেমনে আছত ওমনেই ঘুমাইয়া থাক'
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





