সবার পক্ষে হয়ত একই জায়গায় টিকে থাকা সম্ভব না। আবার হয়ত কারো থাকাটা সম্ভব হয়ে উঠেনা। কিছু কিছু সময়পর মানুষের মোহটা কেটে যায়। সবাইকে বোঝাটাও হয়ত এত সহজ না। তবে আমি যদি কোন দিন না থাকি তবে আপনারা আমার ব্লগ থেকে যা যা পাবেন তা বোধ করি অনেকককক।
আমার ব্লগে :
আড্ডা ফ্রি.......ইইইই
চা ৫/-(কাপ প্রতি)
সিগারেট ০০/-(নিজেরা বহন করুন)
রাজনীতি ২৫০/-(প্রতি শব্দে)
তর্ক(ভাল বিষয় নিয়ে) ০০/-(বাজে শব্দ ব্যবহার যোগ্যনয়)
পরোটা কাবাব ২১/-
বাংলাদেশি ক্রিকেট ০০/-(ভাষা সংযত হওয়া একান্ত কাম্য)
চপ ৭/-(প্রতিটি)
মেয়ে ব্লগার ৎসব বিষয়ে ৫% ছাড় পাবেনৎ
*কাউকে মনে ধইরা গেলে মাইন্ড খাইয়েন না*
ঝগড়া ৪০০/-(প্রতি শব্দে)
* যদি কাউরো ঘুম আইসা যায় তারা নিজ নিজ দ্বায়িত্বে বালিশের ব্যবস্থা করুন।
দেরী কেন!!কোন ম্যানূ পছন্দ হওয়া মাএ ঝাপিয়ে পড়েন।
*আইন মেনে চলতে হবে
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০০৭ ভোর ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





