ব্লগ এ গালি গালাজ অনেক আগে থেকেই ছিলো। সেটা নিয়ে কথা-কথি ও চলতেছিলো। তার মানে এতদিনের গালাগালিগুলো আপনার কাছে গালাগালি মনে হয়নি? নাকি অন্য কারনে ব্লগ ছাড়তে চাচ্ছেন? বইলা ফেলেন
এবার যুক্তিঞ্চুর পোস্ট মুছার পর প্রথম ব্লগ ছাড়তে দ্যাখলাম জামাল ভাস্কর নামের এক ব্লগার কে। তার অনেক পোস্ট ও পাড়লাম এবং আগেও পড়েছি। ব্লগ এ জামাল ভাস্কর তো অশ্লিল ব্লগার ছিলো না, সে ক্যান ব্লগ ছাড়লো? জামাল ভাস্করকে তো গালি দিতে দেখিনি। তাইলে সে ক্যান ব্লগ ছাড়লো?
যেটা হইছে, তার সামহয়্যারইনের দুই মুখ নীতি নিয়ে প্রশ্ন ছিলো। সেইটার জবাব ক্যান স্যামহয়ারইন দিলো না? তার মানে সা.ই. চায় না যে এইসকল ব্লগার সা.ই. থাকুক?
স্যামহয়ারইনব্লগ কি জিজ্ঞাসার উত্তর দেবেনা কখনোই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




