আলোচিত সিরিয়াল কিলার রসু খাঁর বিরুদ্ধে ফরিদপুরের কিশোরী পপিকে ধর্ষণের পর হত্যার মামলা রায় ঘোষণা চলছে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে। দুপুরে বিরতিকালে তাকে আদালত থেকে পুলিশ কাস্টডিতে নেয়ার সময় খুনি রসু খাঁ আদালত প্রাঙ্গণে আবারো আইনজীবী ও সাংবাদিকদের সাথে মারমুখি আচরণ করেছে(চোরের মার বড় গলা অবস্থা)।খুনি রসু খাঁকে আদালতের কাঠগড়া থেকে পুলিশ কাস্টডিতে নেয়ার সময় আদালতের বাইরে ফটো সাংবাদিকরা ছবি তুলতে গেলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। চিৎকার দিয়ে সাংবাদিক এবং আইনজীবীদের গালাগাল করে বলতে থাকে তোমরা আমার কিছুই করতে পারবে না, আদালত আমার পক্ষে আছে।
সূএঃhttp://www.sheershanews.com/index.php?view=details&data=Loan&news_type_id=1&menu_id=1&news_id=22987

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



