উড়োন্ত পাখি
জানি আমার এ লিখুনিটা, তোমার মনের গাথুনিতে থাকবেনা বেশীক্ষণ ধরে।হয়তো স্পর্শ করবে না একটি বার এর জন্যও তোমার মনটাকে।হয়তো বা পড়ার সাথে সাথে ভুলে যাবে আমার এ লিখুনিটাকে।জানি আমি আজ তোমার কাছে আগাছার সংঙ্ঘা।তাতে ও আমার কোন কষ্ট নেয়।
কারন আমাকে কিছু না কিছু একটা তো ভাবো। এটাই আমার শান্তনা।
তোমাকে আজ... বাকিটুকু পড়ুন



