
অবরুদ্ধ পশ্চিম তীরের হেবরন শহরের ফাদেল জাবের জমিতে দেওয়ার জন্য পানির একটা সংযোগ নেন। ইসরায়েল কর্তৃপক্ষ সে সংযোগ কেটে দেওয়ায় প্রতিবাদ করলে পুলিশ তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। বাড়ি থেকে পুলিশের গাড়িতে তোলা পর্যন্ত পেছন পেছন 'বাবা বাবা' বলে ছুটে আসে জাবেরের ছোট্ট ছেলে খালেদ। গত সোমবারের এ ঘটনার ভিডিও মিডিয়ায় প্রকাশিত হয়। কালের কন্ঠ
আজকে অনেকদিন পর চোখে ফেটে পানি আসল. শুক্রবারের লান্চ করছিলাম আর সাথে পেপার পড়ছিলাম. হঠাত করেই দেখলাম এই ছবি. ছোট্ট বাচ্চাটার দিকে তাকিয়েই একটা বড় ধাক্কা খেলাম মনে. সেই ধাক্কায় অন্তর বিগলিত হয়ে চোখে অশ্রুধারা বইয়ে দিল. ভাগ্যিস লান্চ শেষের দিকেই ছিল তাই কেউ আমার চোখের পানি দেখতে পারেনি. একটা অদম্য ইচ্ছা গ্রাস করল মনে যে তুলে নেই একে৪৭ চলে যাই ইসরাইলে, গিয়ে একে৪৭ এর ম্যাগজিন খালি না হওয়া পর্যন্ত ইসরাইলী হানাদার উপর গুলি বর্ষন করতে থাকি. টু দা লাস্ট ম্যান এন্ড দা বুলেট. পরেই মনে হল লাভ কি, পরের দিন মিডিয়াতে একলাইন বড়জোর হাফ প্যারা খবর আসবে যে ইসরাইলি চৌকিতে জঙ্গী হামলা. দুই সেনা নিহত ১০ জঙ্গী নিহত-আহত ইত্যাদি. ইসরাইলি আগ্রাসন যদি সমস্যা হয় তাহলে আল্লাহ কি সমাধান দিয়েছেন এই সমস্যায়. সমাধান পেলাম সূরা নিসার ৭৫ নম্বর আয়াত.
তোমাদের এ কি হয়েছে, তোমরা আল্লাহর পথে সেসব অসহায় নর-নারী ও (দুস্হ-অসহায়) শিশু সন্তানদের (বাঁচাবার) জন্য লড়াই করো না, যারা (নির্যাতনে কাতর হয়ে) ফরিয়াদ করছে, হে আমাদের মালিক, আমাদের এই যালেমদের জনপদ থেকে বের করে (অন্য কোথাও) নিয়ে যাও, অতপর তুমি আমাদের জন্যে তোমাদের কাছ থেকে একজন অভভাবক (পাঠিয়ে) দাও, তোমার কাছ থেকে আমাদের জন্যে একজন সাহায্যকারী পাঠাও! ------- সূরা নিসা – ৭৫
দেশে বিপদে পড়লে যেমন আমরা RAB কে আহ্বান করি দায়িত্ব পালনের জন্য সেজন্য ইসরাইলি ফিতনা সমাধানের জন্য বাংলাদেশ আর্মির কাছেই আবেদন রাখলাম.
ও মুসলিম আর্মি তোমরা কোথায়, তোমরা কি ভুলে গিয়েছ আল্লাহর সাথে তোমাদের কৃত ওয়াদার কথা. তোমরা কি শুনতে পাচ্ছ না ছোট্ট খালেদের প্রতিবাদের ভাষা? ছোট্ট খালেদ তার ছোট ছোট দুটি হাত দিয়ে ওই ইসরাইলী সেনাদের আগ্রাসনের প্রতিবাদ করছে, তার পিতাকে অন্যায় ভাবে গ্রেপ্তারের জন্য সর্বশক্তি দিয়ে প্রতিবাদ করছে. তোমরা কি দেখ না জাবেরের অসহায় স্ত্রীর কথা, যার সংসারের অবলম্বন ও রোজগারী স্বামীকে ওরা তুলে নিয়ে যাচ্ছে?
খালিদের ছোট্ট হাতের থেকে তো তোমাদের হাত অনেক বলিষ্ঠ, তোমাদের কাঁধ খালিদের ছোট্ট কাঁধের ঠেকে অনেক প্রসস্ত. তোমরা তো সশস্ত্র, তবে কেন তোমরা খালিদকে সাহায্য করছ না তার প্রানপ্রিয় পিতাকে তার কাছে ফিরিয়ে দেয়ার জন্য? যখন তোমরা আর্মিতে গিয়েছ তখন তোমরা তোমাদের জানমাল সবই জান্নাতের বিনিময়েই বিক্রি করে দিয়েছ, যে জন্য তোমরা মারা গেলে আমরা বলি শহীদ. কাজেই সেই শাহাদাতের কসম যার জন্য তোমরা আজ সামরিক বাহিনীতে, তোমরা কি জাগবে না, তোমরা কি আল্লাহ ডাকে সাড়া দিয়ে তোমাদের দায়িত্ব পালন করবে না?
ও মুসলিম আর্মি, ইসরাইল ও সকল ফিতনা দূরীভূত করার একমাত্র পথ রাজনৈতিক ইসলামকে প্রতিষ্ঠা করা. একমাত্র রাজনৈতিক স্ট্রাগলই পারে ইসরাইল ও সকল ফিতনাকে পৃথিবী থেকে দূর করতে. দুনিয়া থেকে ফিতনা দূর করার জন্য রাজনৈতিক ইসলাম তথা খিলাফাতকে নিরাপত্তা দাও, খিলাফাত প্রতিষ্ঠার জন্য আনুগত্যের শপথ নাও. সমগ্র বিশ্বের ৬০% সম্পদের মালিক মুসলমানরা, ৭০ লক্ষের বেশি নিয়মিত সৈন্য আছে মুসলমানদের. আরো আছে পারমানবিক অস্ত্র ও সীমাহীন জ্বালানী. বিশ্বের সকল গুরুত্বপূর্ন ভূ-রাজনৈতিক কেন্দ্রগুলিতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ. আল্লাহ আমাদের সকল উপকরন দুনিয়াতেই দিয়ে দিয়েছেন এবং তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন উত্তম ভবিষ্যতের. তিনি তো মুত্তাকিদের সাথেই আছেন অভিভাবক রূপে.
ও মুসলমি আর্মি, আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ন কর, তাঁর ডাকে সাড়া দাও, আর আল্লাহ ও তাঁর রাসূল সা এর দেখানো পথে সংগঠিত হয়ে ইসরায়েল নামক ফিতনাকে বিশ্ব থেকে দূর কর. সাধারন ইসরাইলীরা আমাদের ভাইদেরকে যেভাবে অত্যাচার করছে ভবিষ্যতে আমাদেরকে তারা অবশ্যই বিনম্র ও দয়াদ্র পাবে, কিন্তু ইহুদী নেতা ও হোতাদের কোন মাফ নাই হবেও না. এখনও মাথার ভিতরে ঘুরছে খালিদের “বাবা বাবা” ডাকটা.... ও আল্লাহ আমাদের মনকে শক্ত করুন, হিদায়াত দান করুন.
(মানবিক পোস্টে অসংলগ্ন ও অসত উদ্দেশ্যে করা যে কোন কমেন্ট না করার আহ্বান রইলো, তারপরেও করা হলে মুছে দেয়া হবে)
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




