মুঘল সম্রাট বাবুরের ঘটনা আমরা সবাই জানি। নিজের ছেলে হুমায়ুনের জীবন রক্ষা করতে তাকে নিজের জীবন উৎসর্গ করতে হয়েছিল। যতদূর জানি সন্তানের জন্য পিতামাতার দোয়া, অত্যাচারিতের দোয়া সরাসরি কবুল হয়। বাবুরকে তার দোয়া কবুল করানোর জন্য বিনিময় হিসেবে তার প্রাণ দিতে হয়েছিল, যদিও বলা আছে সন্তানের জন্য পিতামাতার দোয়া সরাসরি কবুল হয়। এ থেকে বোঝা যায় সৃষ্টিকর্তা বিনিময় প্রথায় বিশ্বাসী।
বিশ্বকাপ ফুটবল ২০১০ থেকে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের বিদায় ঘটে গেছে এবং দুদলের বিদায় ছিল চরম বাজে ভাবে। আমরা যারা আর্জেন্টিনার সমর্থক তাদের প্রার্থনা ছিল ব্রাজিলের বিদায় আর যারা ব্রাজিলের সমর্থক তাদের প্রার্থনা ছিল আর্জেন্টিনার বিদায়। কিন্তু একবারও কি ভেবে দেখেছিলেন এই দোয়া কবুলের বিনিময় কি হবে???
কাল যখন ব্রাজিল নেদারল্যান্ডসের কাছে হেরে যায় তখন খুশির বদলে আমার মন ভয়ে আচ্ছন্ন হয়ে যায়। এক ইসলামী বইয়ে পড়েছিলাম দোয়া কবুল হয়েছে বোঝার উপায় হল মনে ভয়ের সঞ্চার হওয়া। তখন থেকেই আমার মাথায় ঘুরছিল আমার দোয়া কবুলের বিনিময় কি আর্জেন্টিনার বিদায়????
ঠিক তাই হল, সেই ২০০৬ সালের ঘটনার পুনরাবৃত্তি। আবার সেই ৪ বছর অপেক্ষা, ভাবতেই তো বুক ফেটে যায়
আমি তাই সকল সমর্থকদের অনুরোধ করবো প্লিজ এই "বাদ পড়ুক" দোয়া করার স্টাইল বাদ দিয়ে চলুন " মে দা বেস্ট টিম উইন" স্টাইল ফলো করি।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




