যুক্তরাজ্যের গবেষকরা জানিয়েছেন, সৈনিকদের হেলমেট বোমা বিস্ফোরণের মতো পরিস্থিতিতে জীবন বাঁচিয়ে দিতে পারে যদি তার সঙ্গে থাকে সাধারণ একটি মুখ আবরণ। বর্তমানে মার্কিন সেনাবাহিনীর ব্যবহৃত হেলমেট বোমা বিস্ফোরনের ধাক্কা সামলাতে পারে না, ফলে মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয়। এই হেলমেটের সঙ্গে পরিস্কার প্লাস্টিকের একটি ফেস শিল্ডই এই ক্ষতির হাত থেকে তাকে রক্ষা করতে সক্ষম। খবর বিবিসি অনলাইনের।
গবেষকরা জানিয়েছেন, বিস্ফোরণের ফলে তৈরি চাপ এবং তরঙ্গ হেলমেটের খোলা অংশ মুখের মাধ্যমেই প্রাথমিকভাবে মস্তিষ্কে পৌঁছে যায়।এক্ষেত্রে প্লাস্টিক শিল্ড বোমা বিস্ফোরণের এই ধাক্কা পুরো হেলমেটে ছড়িয়ে দেয় ফলে মস্তিষ্ক মারাত্মক আঘাত থেকে বেঁচে যায়।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে প্রসিডিংস অফ দ্যা ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স সাময়িকীতে।
এমআইটি বা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা জানিয়েছেন, বিস্ফোরণের ফলে সাধারণ বায়ুচাপের চেয়ে ১০ গুন বেশি চাপ মস্তিষ্কে গিয়ে পড়ে এবং মস্তিষ্ক কোষের ভয়ানক ক্ষতি হয়। মার্কিন বাহিনীর বর্তমান অ্যাডভান্সড কমব্যাট হেলমেট এ ক্ষেত্রে তেমন কাজের নয়। তবে এই হেলমেটের সামনে একটি প্লাস্টিক শিল্ড জুড়ে দিলে মস্তিষ্কের ক্ষতি তেকে রক্ষা পেতে পারেন সৈনিকেরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




