
কি ভাবছেন? প্রথমেই কি ভয় দেখাচ্ছি?
আপনি কি গণিতে দুর্বল?
ম্যাজিক দেখাতে গিয়ে করতে পারছেন না?!!
আরে অংকের ম্যাজিক, অংকের
তাহলে পোস্টটি পুরো পড়ে ফেলুন আর নিয়ে নিন অংকের ম্যাজিকের ডোজ ।
এক ফাইল এ যথেষ্ট । মূল্য লাগবে না
অনেক ঝাড়ি মারলাম, ভনিতা করলাম । মূল কথায় আসা যাক।
আচ্ছা, আপনি মনে মনে একটি সংখ্যা ধরুন..............।
কি হল ধরেছেন?? আচ্ছা এরপর তার সাথে ৫ যোগ করুন ।
উক্ত যোগফলের সাথে ৩ গুন করুন ।
ঠিক মত হিসাব করবেন আর চাতুরী করবেন না ।
তাহলে কিন্তু খেলবো না
আচ্ছা গুনফল থেকে ১৫ বিয়োগ করুন।
অতঃপর সেই সংখ্যাকে ৩ দ্বারা ভাগ করুন ।
দেখুন তো ভাগফল আপনার অনুমান সংখ্যা কিনা????

ওমা!! এ তো যাদুর কুপির দৈত্যের মত বলে দিলো!!!
কিভাবে! এটা কিভাবে সম্ভব!!!
আপনাদের কথার জবাবে বলতে চাই," অসম্ভবকে সম্ভব করাই লিংকনের কাজ"
হাহাহাহাহা!! দুষ্টুমি করলাম
এখন যাদুর রহস্য উদ্ঘাটন
এর জেনারেল ফরমুলা তে আসা যাক ।
মনে করি,আপনি একটি সংখ্যা মনে মনে ধরুন, ধরি সংখ্যাটি A=15
সংখ্যাটির সাথে B=৫ যোগ করলাম ।
C= এরপর তার সাথে ৩ দিয়ে গুন দিয়ে দিব
তাহলে আপনার পুরো হিসাবটা দাঁড়ালো (যা মনে মনে করলেন
( A + B ) * C = A * C + B * C
এরপর আমি বললাম ১৫ বিয়োগ করতে অর্থাৎ পুরো সংখ্যাটি থেকে আসলে আমি B*C বিয়োগ করতে বলেছি,তাহলে হিসেব দাঁড়ায়,
A * C + B * C - B * C = A * C
অর্থাৎ শুধু A * C বাকী থাকে ।
আমি শুধু আপনার শেষ বিয়োগফল জানতে চেয়েছি আর বিয়োগফলকে C অর্থাৎ যত দিয়ে গুন করতে বলেছিলাম তত দিয়ে ভাগ করেছি ।
ব্যাস বের হয়ে গেল আপনার অনুমান করা সংখ্যা ।
তবে যাকে ম্যাজিক দেখাচ্ছেন তার কাছ থেকে শেষে বিয়োগফল জেনে নিবেন,তারপর ঠিক যত দিয়ে গুন দিতে বলেছিলেন তত দিয়ে ভাগ করবেন বিয়োগফলকে (মনে মনে)। এরপর ম্যাজিশিয়ানদের মত বলে দিবেন তার অনুমিত সংখ্যা তত(ভাগফল)।
এভাবে B ও C এর মান আপনার সুবিধামত নিয়ে নিজের ইচ্ছেমত হিসেব তৈরী করে গাণিতিক ম্যাজিক দেখাতে পারেন
হয়তো বেশির ভাগ লোক ই এটা জানেন, কমন বা লেইম লাগতে পারে
আবার অনেকেই হয়তো জানেন না ।
আমি শুধু কিছু গণিতের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি ।
যারা জানেন না তাদের একটু জানাতে চেষ্টা করেছি।
হয়তো ভালো লাগবে আপনাদের সবার।
গণিতকে ভালোবাসুন,গণিতের সঙ্গে থাকুন ।
ধন্যবাদ :-D

সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




