আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই।
ওয়েব ডিজাইন শেখাটা অনেকের শখের বশ থেকেই শুরু হয়। আমার বেলাতেও তাই হয়েছিল। আর এই ওয়েব ডিজাইন শেখার পর্যাপ্ত প্রতিষ্ঠান নেই বাংলাদেশ। তাই কঠিন হলেও শেখার জন্য সাধারণত আমরা অনলাইনের মুখোমুখি হই। কারণ, এখান থেকে যে কোন সময় কিছু কিছু সাইট থেকে অনেকটা সহজেই ওয়েব ডিজাইন শেখা যায়, অনুশীলন করা যায়। এমন সাইটগুলোর মধ্যে সেরা সাইট হলো http://www.w3schools.com ।
সাইটের প্রতিটি চ্যাপ্টার নতুনদের প্রতি দৃষ্টি রেখে সাজানো হয়েছে, যাতে করে নতুনরা অনেকটা সহজেই ওয়েব ডিজাইন শিখতে পারে।
এই সাইটের প্রতিটা চ্যাপ্টার একজন শিক্ষার্থীকে বিগিনার থেকে এক্সপার্ট করে গড়ে তোলার সামর্থ রাখে।
আপনারা যারা বিনামূল্যে অনলাইনে ওয়েব ডিজাইন শিখতে চান তারা http://www.w3schools.com থেকে নিয়মিত প্রশিক্ষণ নিতে পারেন।
নতুনদের জন্য শুভকামনা রইলো
লেখাটি সর্বপ্রথম প্রকাশিত এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




