আমাদের যত সম্পর্ক আছে তন্মধ্যে আল্লাহর সাথে সম্পর্কই সবচাইতে বেশী নিবিড়, সবচাইতে বেশী নিকটে।আল্লাহ বলেনঃ
نحن أقرب اليه من حبل الوريد
অর্থঃআমি তাহার জীবন শিরার চাইতেও অধিক নিকটবর্তী ।
অর্থঃ আমি আমার যত না কাছে তাহার চাইতেও আমার মালিক আল্লাহ অধিক কাছে। এত কাছে থাকা সত্ত্বেও নিজেকে একেলা মনে করা,আমার কেহ নাই মনে করা,দেখার মত কেহ নাই,খোঁজ খবর নেয়ার মত কেহ নাই,দূঃখ শোনার মত কেহ নাই এইরূপ ভাবা ঈমান কমজোরীর আলামত।ঈমাণদার সবসময় আল্লাহকে সবচাইতে বড় অভিভাক এবং প্রতিপালক মনে করে নিশ্চিন্তে দ্বীনের কাজে লাগিয়া থাকে,দুনিয়ার কোন মছিবতে পেরেশান হয়না,অসহায় নিঃসহায় নিজেকে মনে করেনা,কোন হালাতে ঘাবড়ায়না।একটি ছোট ছেলে ঝড়-তুফানের সময় সমুদ্রে জাহাজে ছিল।যাত্রিরা সব পেরেশান ছিল।কিন্ত ছেলেটি নিশ্চিন্ত ছিল।যখন লোকেরা তাহার পেরেশান না হওয়ার কারন জিজ্ঞাসা করিল,সে উত্তর করিল,"আমার আব্বা হইলেন এই জাহাজের ক্যাপ্টেন কাজেই আমার কোন চিন্তা হয়ও না,চিন্তা করিও না।"বাপ জাহাজের ক্যাপ্টেন থাকার কারনে ছেলেটি যদি নিশ্চিন্ত থাকিতে পারে তবে আল্লাহ্ তাআলাকে সারা জাহানের মালিক এবং প্রতিপালক রূপে বিশ্বাস করিয়া একজন ঈমানদার সেইরূপ নশ্চিন্ত কেন হইতে পারেনা?আসলে ঈমানের কথা আমরা মূখে বলি, অন্তরে ইহার ইয়াক্বীন নাই।যখন ইয়াক্বীন আসিবে তখন এইরুপ হালাত হইবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




