আমার জন্ম স্বাধীনতার অনেক পরে , বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ দেখার বা অশংগ্রহণ করার সৌভাগ্য আমার হয়নি , এর জন্য আমার মনটা সবসময় খারাপ লাগত , কেন আমি জন্মগ্রহণ করলাম না বায়ান্ন এর ভাষা আন্দোলনের সময় ,উনসত্তরের গণঅভ্যুথানের সময় , ৬২ শিক্ষা আন্দোলনের সময় ,৫৪ যুক্তফ্রন্ট এর সময়, ৯০ এর সৈরাচার বিরোধী আন্দোলনের সময় , তাহলে কি জাতীয় আন্দোলনের পিপাসা আমার অধরাই রয়ে যাবে ? এই প্রশ্নের উত্তর কোথাও খুজে পাইনি । গত মঙ্গলবার এই প্রশ্ন মনে যখন নাড়া দেয় থিক তখনি আমি আমার নিয়মিত ঢু মারার জায়গা সামহোয়্যার ব্লগ সময় কাটাচ্ছি এমন সময় চোখে পড়ল , কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ডের বিরুদ্ধে ব্লগে লেখালেখি হচ্ছে ,সবাইকে কাদের মোলার রায় এর বিরুদ্ধে সমাবেত হওয়ার আহবান করা হচ্ছে ,আমার মরুর হাহাকার করা ,আজন্ম লালিত স্বপ্নের হাতছানি, ছোটে যাই শাহবাগ ,আছি থাকব ,যতক্ষণ দেহে আছে প্রাণ ।আমার মনে পড়তে থাকে ড.জাফর ইকবাল এর তেজদীপ্ত যুবক সমাজের কথা , স্বপ্ন বিলাসী আনিসুল হোকের কথা , মনে পড়ে জাহানারা ইমামের কথা , মনে পরে শাহরিয়ার কবিরের কথা ,মুনতাসির মামুন ,স্বদেশ রায় এর কথা যাদের চোখে আমি কোনদিন হতাশা দেখিনি, দেখিনি হেরে যাওয়ার ভয়, দেখিনি ক্ষমতার লোভে তরুণ সমাজকে নিরাশায় নিমজ্জিত করতে ,তারা স্বপ্ন দেখতেন একটা তারুন্যের আলোয় উদ্দিপ্ত বাংলাদেশ, যেখানে পরিচালকের ভুমিকায় মুক্তিযুদ্ধের চেতনায় উচ্ছসিত বাংলাদেশ । আমি ও আজ তাই দেখছি জনতার,তরুণ সমাজের, কৃষক – ছাত্র- মজুরের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধাপরাধিদের তথা কাদের মোল্লার ফাঁসি চাই , আমাদের ধমনীতে শহীদের রক্ত ,এই রক্ত কোন দিন ও বৃথা যেতে পারে না , ফাঁসি ,ফাসী, ফাঁসি চাই যুদ্ধাপরাধির ফাঁসি চাই , ৭১ এর হাতিয়ার ,গর্জে উঠুক আরেকবার, বীর বাঙ্গালির হাতিয়ার ,গর্জে উঠুক আরেকবার, তুমি কে আমি কে বাঙ্গালী,বাঙ্গালী, পদ্মা-মেঘনা-যমুনা ,তোমার আমার ঠিকানা ,
ক তে কাদের মোল্লা ,তুই রাজাকার, তুই রাজাকার
গ তে গোলাম আজম ,তুই রাজাকার, তুই রাজাকার
আ তে আব্দুল আলিম ,তুই রাজাকার, তুই রাজাকার
ম তে মুজাহিদ ,তুই রাজাকার, তুই রাজাকার
ন তে নিজামি ,তুই রাজাকার, তুই রাজাকার
স তে সাঈদি,তুই রাজাকার, তুই রাজাকার
জ তে জামাত ,তুই রাজাকার, তুই রাজাকার
শ তে শিবির,তুই রাজাকার, তুই রাজাকার
এই শ্লোগানে, শ্লোগানে, মুখরিত শাহবাগ থেকে বাংলাদেশ । মুক্তিযুদ্ধের সময় কিভাবে দীর্ঘ নয় মাস যুদ্ধ চলছিল আমি দেখিনি , কিন্তু আমি দেখছি আমার হৃদয়ের ভাষা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের বিপ্লব , আমি একে সংজ্ঞায়িত করতে চাই লাল-সবুজ বিপ্লব মানে দেশের পতাকাকে ঠিকভাবে উড়ার অধীকারের তথা বাংলাদেশের বায়ুকে যুদ্ধাপরাধীদের শ্বাস থেকে মুক্ত করার বিপ্লব । ড. আনিসুল হক, ড.জাফর ইকবাল তোমার স্বপ্ন আজ সত্যি হয়েছে তরুণ সমাজ আজ জেগেছে , ড.হুমায়ুন আহমেদ তোমার বহুব্রীহি নাটকের তুই রাজাকার আজ ধন্য হয়েছে , স্বর্গ থেকে হুমায়ুন তুমি শুনতে পাচ্ছ কি? বাংলার ১৬ কোটি মানুষের মুখে আজ প্রতিধবনিত হচ্ছে তুই রাজাকার,তুই রাজাকার , হুমায়ুন আহমেদ তোমার কলম আজ ধন্য হয়েছে ...........................আমি ও ধন্য এই লাল-সবুজ বিপ্লব নিজেকে শামিল করতে পেরে , আপনি ও আসুন আমাদের এই বিপ্লবে যোগ দিয়ে নিজেকে নিজের কাছে দায় মুক্ত করতে ।
লাল –সবুজ বিপ্লব ছড়িয়েছে প্রতিটি মানুষের হৃদয়ে.....................................................
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=আকাশে তাকিয়ে ডাকি আল্লাহকে=

জীবনে দুঃখ... আসলে নেমে
শান্তি গেলে থেমে;
আমি বারান্দায় দাঁড়িয়ে হই উর্ধ্বমুখী,
আল্লাহকে বলি সব খুলে, কমে যায় কষ্টের ঝুঁকি।
আমি আল্লাহকে বলি আকাশে চেয়ে,
জীবন নাজেহাল প্রভু দুনিয়ায় কিঞ্চিত কষ্ট পেয়ে;
দূর করে দাও সব... ...বাকিটুকু পড়ুন
"ছাত্র-জনতার বেপ্লবের" ১৮ মাস পরে, আপনার ভাবনাচিন্তা ঠিক আগের মতোই আছে?

২০২৪ সালের পহেলা জুলাই "ছাত্র-জনতার বেপ্লব শুরু হয়, "৩৬শে জুলাই" উহা বাংলাদেশে "নতুন বাংলাদেশ" আনে; তখন আপনি ইহাকে ব্যাখ্যা করেছেন, ইহার উপর পোষ্ট লিখেছেন, কমেন্ট করেছেন; আপনার... ...বাকিটুকু পড়ুন
আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?


৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন
টাঙ্গাইল শাড়িঃ অবশেষে মিললো ইউনস্কর স্বীকৃতি

চারিদিকে যে পরিমান দুঃসংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের টাঙ্গাইলের তাতের শাড়ি এর জন্য, ইউনেস্কো এই প্রাচীন হ্যান্ডলুম বুননের শিল্পকে Intangible Cultural... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।