কি যে লিখে যাচ্ছি.....আবোল-তাবোল....তাই হয়তো শিরোনাম দিয়ে বসেছি 'টুকরো ভাবনা'.....
খেয়ালী লেখায় ভরছি ব্লগের পাতা.......বিনম্র ক্ষমায় পড়বেন সবাই....
কি লিখব ভাবতে ভাবতেই মনে দ্বিধার দোলাচল.....কারন...হয়তোবা নিজের নানা কথাতেই চলবে লেখার এক অসম্ভব প্রচেষ্টা।
সামান্য এক মেয়ের সাদামাটা কাহিনী....ছোট্ট আমার বেড়ে ওঠা,আব্বু-আম্মু,ভাইয়া কে নিয়ে গড়ে ওঠা আমার পৃথিবী-------স্কুল-কলেজ,university -----নানা গন্ডিতে বয়ে চলা .....বন্ধু......জীবনের নানা বাঁকে,নানা রঙে যারা আছে মিশে.......
টুকরো মূহু্র্ত....একটু হাসি....হঠাৎ কান্না....এইতো জীবন....
আচ্ছা.....হঠাৎ যদি আলাদীনের আশ্চর্য প্রদীপ পেয়ে যাই !!!!!.....
তিনটে ইচ্ছে পূরণ করে দিতে বলতাম.....
স্বার্থপরের মত প্রথমেই ফিরে পেতে চাইতাম আব্বুকে...আমাকে ভালবাসায় ভরিয়ে রাখা সবাইকে.....
তারপর একটু উদারতায় চাইতাম সব্বাই যেন সুখী হয়.....
আর .........এরপর একটা ছেলেমানুষী ইচ্ছেপূরণের প্রার্থনা করতাম.....যেন আমাদের দেশ এত্ত উন্নত হয়ে যায় যে কাউকে যেন দেশে সবাইকে ফেলে হাজার মাইল দূরে পড়তে যেতে না হয়.....
অনেক আবোল-তাবোল কথা লিখলাম.....
সবার জন্য অজস্র শুভকামনা..........।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



