আশায় বাঁধব না বুক--শুনব না সেই রঙীন উচ্ছল জীবনতরঙ্গ....
জীবনবইয়ের দুরূহ পাঠ থেকে চাইছি মুক্তি।ক্লান্ত-পরিশ্রান্ত আমি।বিশ্রাম চাই।জানি, থেমে যাওয়া মানেই হেরে যাওয়া।জীবন মানেই অবিশ্রান্ত পথচলা।
অজানা-অসীম পরম করুনাময়ের কাছে চাই অনুপ্রেরণা।
অস্তিত্ব আর সম্পর্ক...নতুন সন্জীবনী ধারায় হয়ে উঠুক সিক্ত।
ফিরে আসুক স্বপ্নীল-বর্ণিল দিন।মঙ্গলআলোকে উদ্ভাসিত হোক সবার জীবন।
প্রিয় গানের সুর বেজে উঠুক,
"বহুদূর যেতে হবে-এখনও পথের অনেক রয়েছে বাকি...
তুমি ভয় পেও না; তুমি থেমে যেও না। "
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



