আজ একটা এনিমেসন মুভি দেখলাম (3D মুভি)। 3D এনিমেসন মুভি এমনিতেই আমার ভিশন প্রিয়। ব্লগের দিকে তাকিয়ে থাকি কখন ব্লগে এনিমেসনের রিভিউ পাব। ব্লগে অনেক দিন কোন রিভিউ না পেয়ে নিজেই গুগুলে সার্চ দিলাম। একটা অদেখা এনিমেসন মুভি পেয়েও গেলাম। টাইম মেসিন আছে মুভি টাতে।
Meet the Robinsons (2007)
এক বৃষ্টির রাতে এক বাড়ির দরজার কাছে দুধের শিশুকে ফেলে রেখে যায় তার মা। সেই ছেলেই মাত্র ১৩ বছর বয়সে বানিয়ে ফেলে ব্রাইন স্কেনার মেসিন। নানা ঘটনার মাঝে পরিচয় হয় ভবিস্যত থেকে আসা তার সমবয়সি এক বালকের সাথে। অথচ সেই বালকের সাথে আছে তার গভির সম্পর্ক।
এনিমেসন,এডভেন্ঞ্চার,কমেডি কাটাগরির মুভিটিতে IMDb রেটিং আছে ৬.৯/১০।
বিস্তারিত
ডাউনলোড
মেগাআপলোড
স্টেজভূ
টরেন্ট
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




