আমরা দুজন এক মহল্লায় থাকি
সেই আমাদের একটি মাত্র সূখ
তাহার বাবার বজ্রসম হাঁক
তাহার হাঁকে কাঁপে আমার বুক
তাদের দুটি পালন করা হাউন্ড
বেরায় ঘুরে বাড়ির উঠোন জুড়ে
ডিঙোয় যদি তাদের বাড়ির বেড়া
কামড় দিয়েই মুন্ডু নিবে ছিঁড়ে
আমাদের এই এলাকার নাম অঞ্জনা
আমাদের এই নদীর নামটি খঞ্জনা
আমার নামতো জানে পাড়ার পাঁচজনে
আমাদের সেই তাহার নামটি কমুনা
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




