এই বৃষ্টি ভেজা নিশিথে তুমি নাই বলিয়া সময় আমার কাটিতেছে না।
চন্দ্র কেন আলো দিতেছে না
পাখী কেন সঙ্গীত পরিবেশন করিতেছে না
নক্ষত্র কেন পথ দেখাইতেছে না
তুমি কেন কাছে আসিতেছ না
সমূদ্রের ঝড়ো হাওয়া বলিতেছে তাহারা তোমাকে চায়
পাখী মৃদু কণ্ঠে বলিতেছে তাহারা তোমাকে চায়
এই শরতের সন্ধ্যায় তুমি নাই বলিয়া
সময় আমার কাটিতেছে না
ঘাসফুল কেন ফুটিতেছে না
ছুঁইয়া ছুঁইয়া যাইতেছে না
মেঘের ভেলায় ভাসিতেছে না
ভাসিয়া তুমি কেন আসিতেছ না
ঝরিয়া যাওয়া সকল অশ্রু বলিতেছে তাহারা তোমাকে চায়
হৃদয়ে যতো অনুভূতি রহিয়াছে তাহারা তোমাকে চায়
এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নাই বলিয়া
সময় আমার কাটিতেছে না
অনুভূতি কেন হাসিতেছেনা
হৃদয় দোলা দিতেছে না
আবেশ আসিয়া জড়াইতেছে না
তুমি কেন কাছে আসিতেছ না
এই বৃষ্টি ভেজা নিশিথে তুমি নাই বলিয়া সময় আমার কাটিতেছে না।
চন্দ্র কেন আলো দিতেছে না
পাখী কেন সঙ্গীত পরিবেশন করিতেছে না
নক্ষত্র কেন পথ দেখাইতেছে না
তুমি কেন কাছে আসিতেছ না
এই বৃষ্টি ভেজা নিশিথে তুমি নাই বলিয়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




