>>>> মাথার উপর করা রোদ । গ্রিষ্মকাল। ইচ্ছা হলো আম ভরতা খাবো। অবশেষে উপায় না পেয়ে আমরা ছয় বন্ধু গেলাম বন্ধুর মার কাছে। ওদের অনেক আম গাছ । আন্টির কাছে আম চাওয়ার পর আম দিলো মাত্র তিনটি। গেলো মেজাজটা বিগরে। বন্ধুও ছিলো না বাসায়। ও ছিলো স্কুলে। অবশেষে সবাই প্ল্যান করলাম ওদের গাছের আম চুরি করবো তারপর চুরি করা আম দিয়ে ভর্তা । যেই কথা সেই কাজ। একজন গাছে, আরেকজন নজর রাখছে ওদের বাড়ির দিকে, বাকি চারজন কুরাচ্ছি আম। অবশেষে অনেক আম নিয়ে অন্য এক গাছের ছায়ায় বসে সবাই মিলে ভর্তা বানাচ্ছি।এমন সময় বন্ধু এসে হাজির। অবশেষে অনুরোধ করলো আমাদের ভর্তা পার্টিতে ওকে নেয়ার জন্য।চিনি ও মরিচ দেয়ার শর্তে ওকে পার্টিতে নেই।ভর্তা খেয়ে বন্ধু বলল "ভর্তা অনেক মজা হয়েছে তো"।তখন আমরা একে ওপরের দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলাম এই ভেবে যে সবকিছুইতো ওদের।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




