আজ আমাদের জন্য অনেক বড় একটা দিন, সারা দেশের মানুষ অপেক্ষা করছে কখন বেলা ২টা বাজবে, কখন আমরা মাঠে নামব, কখন খেলা শুরু হবে ইত্যাদি ইত্যাদি
এই ব্লগে গত ২ দিন অনেক কিছুই লিখা হইয়েছে এশিয়া কাপ নিয়ে
১। এশিয়া কাপ মানেই পাকিস্তান ব্যর্থ : ১৯৮৪ থেকে ২০১২। ২৮ বছরে মোট ১১ বার মাঠে গড়িয়েছে এশিয়া কাপ। ১৯৯০ সাল ছাড়া সব কটিতেই অংশ নিয়েছে পাকিস্তান। তবে ক্রিকেটের অন্যতম পরাশক্তি হয়েও উপমহাদেশের ‘বিশ্বকাপ’খ্যাত এশিয়া কাপে পাকিস্তানিদের ব্যর্থতার পাল্লাই কিন্তু ভারী।
এবারের আসর বাদ দিলে মাত্র দুবার এশিয়া কাপের ফাইনালে খেলেছে পাকিস্তান—১৯৮৬ ও ২০০০ সালে।
এশিয়া কাপে নিজেদের প্রথম ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। কলম্বোতে অনুষ্ঠিত ওই ম্যাচে লঙ্কানদের সামনে পাত্তাই পায়নি ইমরান খানের দল। নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেটে ১৯১ রান তোলে পাকিস্তান। জবাবে মাত্র পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
২০০০ সালেই কেবল পূর্ণ সফলতা পায় পাকিস্তান। ঢাকায় অনুষ্ঠিত ওই আসরে মঈন খানের নেতৃত্বে শুরু থেকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের মতো খেলে দলটি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেয় পাকিস্তান।
এশিয়া কাপের ইতিহাসে সফলতম দুই দল ভারত ও শ্রীলঙ্কা। ভারত শিরোপা জয় করেছে পাঁচবার, শ্রীলঙ্কা চারবার। বাংলাদেশ এখনো শিরোপার দেখা পায়নি। পাবে কি এবার? জবাব পাওয়া যাবে আজই
ইনশাল্লাহ আজ শিরোপা আমাদের
সূত্রঃ এখানে
২। আবহাওয়া খবর এশিয়া কাপ ক্রিকেটের মহারণ আজ। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তানকে হারাতে পারলেই এশিয়া-সেরা হওয়ার হাতছানি। বৃষ্টি যেন কোনোভাবেই এই খেলায় বিঘ্ন ঘটাতে না পারে সেই প্রার্থনা ক্রিকেট প্রেমীদের। সময়টা কিন্তু কিছুটা বৃষ্টি-বাদলার। শেষ বিকেলে হঠাত্ করেই আকাশ মুখ গোমড়া করে কেঁদে উঠতে পারে। যেমনটা কেঁদেছিল বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের দিন। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার সারাদিন ঢাকায় বৃষ্টিপাতের আশঙ্কা খুবই কম। রাতে এক-দুই পশলা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান প্রথম আলো অনলাইনকে বলেন, ‘এ সময়টাতে যেকোনো সময় বৃষ্টিপাত হতে পারে। তবে আজ ঢাকায় সারাদিনে বৃষ্টিপাতের আশঙ্কা কম। ঢাকার আবহাওয়া সারাদিন শুষ্ক থাকবে।’
আবহাওয়া অধিদপ্তরের এই তথ্যে শঙ্কামুক্ত হতেই পারেন ক্রিকেট দর্শকেরা। কারণ, মাতৃভূমির গৌরবের এই লড়াই প্রকৃতির হাতে জিম্মি হোক—সেটা নিশ্চয়ই চান না কেউ!
আজকের আবহাওয়া কিছুটা টক-ঝাল থাকবে
সূত্রঃ এখানে
বোনাসঃ গত ম্যাচ (বাংলাদেশ- শ্রীলঙ্কা) দেখার সময় ইলেক্ট্রিসিটি যে জ্বালান জালাইছে
লিঙ্কটা এখানে
গুড লাক বাংলাদেশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



