দুই মামলায় বিএনপির নেতাদের জামিন প্রশ্নে বিভক্ত রায়ের পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বলেছেন, ‘আমি মুক্ত হয়ে আবার এখানে ফিরে এসেছি।’
হরতাল চলাকালে সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়িতে অগ্নিসংযোগের মামলায় মির্জা ফখরুলসহ দলের অন্য নেতাদের জামিন দিয়েছেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চের একজন বিচারপতি। তবে অন্য বিচারপতি এক সপ্তাহের মধ্যে তাঁদের আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন।
আদালতের এ আদেশের পর মির্জা ফখরুল, রুহুল কুদ্দুস তালুকদার, আমানউল্লাহ আমান, মির্জা আব্বাসসহ নেতারা নয়াপল্টনের কার্যালয়ে যান। সেখানে সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিং করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এই সরকার রাজনৈতিকভাবে বিরোধী দলকে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। তাই তারা মিথ্যা মামলা ও হামলা চালিয়ে মোকাবিলা করার চেষ্টা করছে। রাজপথে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ব্রিফিং শেষে সাংবাদিকেরা তাঁর মুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে জানতে চান, এত দিন কোথায় বন্দী ছিলেন? এ প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তিনি বলেন, আজ কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




