জার্মানির চাপে সরে গেল বাংলাদেশ ব্যাংক
(প্রথম আলো অনলাইন ডেস্ক)
জার্মানির চাপের মুখে জাল টাকা তৈরির অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার প্রস্তাব থেকে সরে গেল বাংলাদেশ ব্যাংক। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার প্রস্তাব করেছিল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। বিষয়টি জানতে পেরে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক এই বলে হুমকি দেয় যে, এ প্রস্তাব প্রত্যাহার না করলে তারা সহযোগিতার পরিকল্পনা স্থগিত করবে। এরপর বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, তাঁর অজ্ঞাতে কেন্দ্রীয় ব্যাংকের জাল অর্থ-বিরোধী একটি কমিটি জাল টাকা তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার জন্য সরকারের কাছে প্রস্তাব করে। এ ধরনের অমানবিক প্রস্তাব পাঠানো দুর্ভাগ্যজনক। বাংলাদেশ ব্যাংককে সহযোগিতা করার পরিকল্পনা স্থগিত করেছে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক—গতকাল বৃহস্পতিবার রয়টার্সে এ-সংক্রান্ত খবর পড়ার পরই তিনি প্রথমবারের মতো বিষয়টি জানতে পারেন। বিষয়টি তিনি জানার পর প্রস্তাবটি প্রত্যাহার করার নির্দেশ দেন। বিশদ পর্যালোচনা ছাড়াই বিষয়টি ভুলভাবে গেছে বলে তিনি মন্তব্য করেন।
গতকাল জার্মানির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, সহযোগিতার জন্য সম্মত হওয়ার সময় তারা জানত না যে জাল অর্থ তৈরির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার প্রস্তাব করা হয়েছে।
বিবৃতিতে ব্যাংকটি জানায়, জার্মানির কেন্দ্রীয় ব্যাংক মনে করে জাল অর্থ তৈরি গুরুতর অপরাধ। তবে এর শাস্তি মৃত্যুদণ্ড হওয়াটা অনেক বেশি।
১৯৪৯ সালে তত্কালীন জার্মানি মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করে। এরপর থেকে দেশটিতে মৃত্যুদণ্ডের কোনো ঘটনা ঘটেনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




