এইচএসবিসি তরুন উদ্যোক্তা পুরস্কারের প্রথম রাউন্ড চলবে ২০ জানুয়ারি ২০০৯ পর্যন্ত
বাংলাদেশের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যবসায়িক উৎকর্ষতা আনার প্রয়াসে হংকং এ চালূ হয়েছিল সাত বছর আগে। এ দীর্ঘ সময়ে ১৪০০০ এর ও বেশী ছাত্রছাত্রী এ প্রতিযোগীতায় পাঠিয়েছে ৫,৩০০ এর অধিক ব্যবসায়িক পরিকল্পনা। ২০০৯ সালের প্রতিযোগিতায় হংকং, মালয়েশিয়া, ফিলিপিনস, থাইল্যান্ড, ব্র“নাই ও বাংলাদেশের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।
বাংলাদেশে ২০০৮ সালের প্রতিযোগিতায় ৩৩৩ এর বেশী দল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বাংলাদেশের তিনটি বিজয়ী দল (গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ) কে এক সপ্তাহ ব্যাপী শিক্ষা সফরের জন্য হংকং এর নিয়ে যাওয়া হয়। বাংলাদেশের গোল্ড বিজয়ী দল হংকং রিজিয়নাল ফাইনালে অন্যান্য দেশের গোল্ড বিজয়ী দলের সাথে প্রতিযোগিতা করে। বাংলাদেশ দল এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে এবং ২০০৬ সালের প্রতিযোগিতায় বাংলাদেশের গোল্ডটিম “বেস্ট অব দ্যা বেস্ট’’ পুরস্কার ও বাংলাদেশী অর্থমুল্যে ৯,০০,০০০ টাকার নগদ পুরস্কার পায়।
এ প্রতিযোগিতা চলেবে তিনটি রাউন্ডে । প্রথম রাউন্ডে ২-৩ জনের একটি দল তাদের ব্যবসায়িক পরিকল্পনা ণঊঅ ওয়েবসাইট (িি.িধংরধুবধ.পড়স) এর মাধ্যমে পাঠাবে ১১ জানুয়ারি ২০০৯ এর মধ্যে। দ্বিতীয় রাউন্ডে, ৩০ টি দলকে বাছাই করা হবে তাদের জন্য আয়োজন করা হবে একটি ব্যবসায়িক পরিকল্পনা লিখন ওয়ার্কশপ। তৃতীয় ও বাংলাদেশ ফাইনাল রাউন্ডে ৭টি দলকে নির্বাচিত করা হবে ও আয়োজন করা হবে ব্যবসায়িক পরিকল্পনা প্রবেনটেশন ওয়ার্কশপ। নির্বাচিত এই সাতটি দল ৩০ এপ্রিল ২০০৯ এ বিচারক মন্ডলীর সামনে তাদের ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরবে। হংকং এ ণঊঅ রিজিয়নাল গোল্ড ফাইনাল অনুষ্ঠিত হবে জুন ২০০৯ এ।
আরো জানার জোননো যোগাযোগ করুন ০১১৯৯৮০৫২৬১।। ভিসিট করুন http://www.asiayea.com
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




