
রেল ভ্রমণ।
ভূমিকাঃ রেল ভ্রমনটা হচ্ছে সব চাইতে অদ্ভুত একটি ভ্রমন। এর প্রথম চিন্তা হচ্ছে ঠিক মত ঠিক মত টিকেট ক্রয় করতে পারব কি না? এবং ঠিক মত ট্রেন পাবো কি না?
যা বলতে চাইঃ
০১. ট্রেন আসার পর সবাই ট্রেনে উঠার জন্য হুড়াহুড়ি লেগে যায়। আর ভিতরে যারা আছে তারাও নামার জন্য হুড়াহুড়ি লাগায়। ফলে ট্রেনের দরজাতে এক প্রকার উত্তেজনা কাজ করে।
০২. বাসে যারা সচারাচর চলাচল করে তারা কিন্তু তেমন ব্যাগ নেয় না। কিন্তু ট্রেনের যাত্রীরা দুইটা বস্তা, ৫ থেকে ৬ টা ব্যাগ নিয়ে পরে ট্রেনে ওঠে। যার দরুন “এত মাল নিয়ে কিভাবে উঠবো? কিভাবে নামিবো” এই নিয়ে এক প্রকার টেনসান কাজ করে।
০৩. সমস্যায় পড়ে ঐ সব যাত্রী যারা মাঝখানের স্টেশন থেকে আরেক স্টেশনে যাবে। যেমন A, B, C, D, E মোট পাঁচ টি স্টেশন। যে ব্যাক্তি B থেকে D বা B থেকে C স্টেশনে যেতে চায় তারা মূলত টিকেট পায় না।
উপসংহারঃ ট্রেন ভ্রমন টা ভালো। যদি সাথে পাঁচ, ছয়টি ব্যাগ আর বস্তা না থাকে।
বিশেষ সতকর্তাঃ ছবির লোকটির মত কেউ ঘুমাবেন না। তাহলে আপনি কঠিন ব্যাথা পেতে পারেন।

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



