
২০১০ সাল। তখন আমি দশম শ্রেণীতে পড়তাম। আমি SSC, HSC এবং অনার্স পাশ নানার বাড়ি থেকেই করি।
এক জুম্মার দিনে; জুম্মার নামাযের সময় আমাদের মসজিদে মিলাদের জিলাপি আসে। আমি তো তা দেখে খুব খুসি। আজকে মিলাদ আছে। মিলাদ না পড়ে যাবো না।
(মিলাদ কি জায়েজ নাকি নাজায়েজ সেটা নিয়ে কেউ কমেন্ট করবেন না।)
মিলাদ পড়লাম। এবং একটি জিলাপি পেলাম। সেদিন ছাড়াও মিলাদে যত জিলাপি, মিষ্টি এবং আমিত্তি পেয়েছি সবগুলো টেস্ট ছিলো সুপার হিট।
নরমাল যে মিষ্টি গুলা খাই সেগুলা তেমন মজা হয় না।
আর মানুষ কে খাওয়ানোর উদ্দেশ্যে যে সব জিনিস খাওয়ানো হয় সেগুলোর স্ব্দ কিন্তু খুব ভালো হয়।
এখনও মিলাদে থাকি। তবে মিষ্ট/জিলাপি এর আশা করি না। মিষ্টি/জিলাপ পেলে বাচ্চারা খুসি হয়। সেই খুসি দেখলেই মন ভরে যায়।
বিঃদ্রঃ বানান ভুল থাকলে বলতে পারেন। কিন্তু কেউ আক্রমনাত্মক কমেন্ট করবেন না।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



