
বৃষ্টির দিন। মনকে পাগল করে দেয়। এই মেঘলা আকাশ নিয়ে আমার অনেক স্মৃতি আছে।
০১। আমার আব্বু তখন হবিগজ্ঞে পোস্টিং ছিলো। তখন ২০১১ সাল। মাত্র এসএসসি পাশ করেছি। ছুটি তিন মাস। তাই আব্বুর কোয়ার্টার হবিগজ্ঞে চলে যাই। সেই হবিগজ্ঞে একদিন আমার এক মামা আসে। নাম জুয়েল মামা। সাথে আন্টিও আসে। মামা আর আমি হবিগজ্ঞে পৌরসভা যাই। ঐ দিন দিন মেঘলা ছিলো। বৃষ্টিার আসার ভাব দেখে বাসায় জন্য রওনা দিলাম। পথিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেলো। তাও আবার বজ্রসহ। আমাদের চোখের সা্মনেই রাস্তার উপর বজ্র পড়েছিলো। আমরা তখন গাড়িতে। ভয়ে সবাই সৃষ্টিকর্তার নাম নিচ্ছিলাম।
০২। এর কিছুদিন পর আমাদের হবিগজ্ঞের কোর্য়াটারে আপন মামা আসে। মানে আম্মুর সহোদর। সাথে মামী ও মামাত্বো ভাই আসে। আমরা সেদিন মৌলভীবাজার যাই। শ্রীমঙ্গলের লাউএর ছড়া নামক একটি পার্ক আছে। সেখানে যাই। আর একটা দীঘি আছে সম্ভবত পরিবিবির দীঘি। সেখানে যাই। সেদিন ও আকাশ মেঘলা ছিলো।
০৩। ২০১১ সাল। এসএসসি পরীক্ষর পর ছুটি শেষ। প্রথম ইন্টার ক্লাশ। সকালে হাস্য উজ্জল রৌদ্র ছিলো। চুটির সময় হঠাৎ কাল বৈশাখীর মত মেঘ আসলো আর আমাদের বিজিয়ে দিলো। আমার সাথে আমার বন্ধু কাউসর ছিলো। কাউসার খুব হ্যানসাম একটা ছেলে।
০৪। আমি তখন অনার্স এ পড়ি। তখন অক্টোবর বা নভেম্বর। নিন্মচাপ ছিলো। সারাদিন মেঘলা আকাশ। হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়েছিলো। আমি কলেজে গিয়ে দেখি কলেজ প্রায় ফাকা। শিক্ষক, স্কাউট এর পোলাপান বাদে আর কেউ আসে নাই। আর যারা প্রাইভেট পড়তো তারা প্রাইভেপ পড়ে চলে গেছে। আমি সেদিন একা ক্লাস করেছি। আহ! সেদিনের কথা এখনো পড়ে পড়ে। আর আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, শ্রদ্ধেয় সাদেক স্যার, সুলতান স্যার এবং গণি স্যার।
০৫। এই বৃষ্টির দিনে স্কুলে যাবার একটা সুবিধা ছিলো। ক্লাসরুম ফাকা থাকতো।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




