
আমরা মানুষ। মানুষেরই রুচিবোধ থাকবে। গরু ছাগলের না। জৈনিক এক ভদ্রলোক এর মতে হিরো আলমের মত লোকেরা রুচির দুভিক্ষ ঘটিয়েছে। এতে করে হিরো আলম খুব ক্ষেপেছেন। আর সাধারন জনগণ হিরো আলম এর দিকে আঙ্গুল তুলিয়েন।
হিরো আলমকে বিখ্যাত করেছে কারা? নিশ্চই সাধারণ জণগন। সাধারন জনগণ যদি হিরো আলম কে নিয়ে এত মাতামাতি না করলে তাহলে সে একদিন থেমে যেতো। সাধারন আলম কে হিরো আলম করেছে সাধারন পাবলিক।
হিরো আলম ছাড়াও মাহফুজুর রহমানের গান, বাদাইম্মার এর ডাবল মিনিং কৌতক, টিকটকের শর্ট ফিল্ম, আর ফেসবুক রিলের সফট পর্ন ইত্যাদি রুচির দুভিক্ষ এর জন্য দায়ী। আর ফেসবুকে রীল আসার পর মনে হচ্ছে আমি কোন পর্ন ভিডিও দেখছি। অবাধ মেলামেশার নামে দৃষ্টিকটু ভিডিও করছে।
দেশে কি ভালো ইউটুব কনটেন্ট হচ্ছে কি? জ্বি দেশে ভালো কনটেন্ট হচ্ছে। সুন্দর সুন্দর নাটক হচ্ছে। সুন্দর সুন্দর সিনেমা হচ্ছে। হানিফ সংকেত এর “ইত্যাদি” আর তাহার লেখা কিছু নাটক আমাদের বিনোদন এর খোরাক মিটাচ্ছে। আমি হানিফ সংকেত এর নাটক খুব পছন্দ করি। তাহার নাটক খুব রুচি সম্মত। হুমায়ন আহম্মেদ এর নাটক গুলাও আমি বেশ পছন্দ করি। তিনি বেচে থাকলে আমরা আরো সুন্দর ও রুচি সম্মত নাটক পেতাম।

আমাদের ব্লগে একজন লেখক আছেন। তাহর নাম কাজী হাসান। তিনি হুমায়ুন আহম্মেদ নিয়ে একটি ব্লগ লিখছেন। আমি কাজী হাসান আঙ্কেল কে ব্যাক্তিগত ভাবে চিনি। তাহার বাগানে আমি মাজে মাজে যেতাম। এখন বাড়িতে তেমন যাওয়া হয় না। তাই তার বাগানে যাওয়া হয় না।
তিনি হুমায়ুন আহম্মেদ এর সাথে বেশ কয়েকবার মিটিং করেছেন। সম্ভবত কাজী হাসান আঙ্কেল এর বাগান থেকে একটি গাছের চারা নুহাশ পল্লীতে উপহার হিসেবে গিয়েছে।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




