
আর যদি শরিফ আর শামীমার সংসার ভেংতো তাহলে সাফাত সুশাসনে বড় হতো। ডাক্তার ইজ্ঞিনিয়ার হতে পারতো। বিসিএস ক্যাডার, বড় ব্যাবসায়ী, উকিল, জর্জ ব্যারিস্টার বা বিশিষ্টি রাজনীতিবিধ হতে পারতো। এবং তার মা তার স্বাথ্যের খেয়াল রাখতেন। সাফাত কে পুষ্টিকর খাবার দিতেন। যার ফলে সে সুনাগরিক ও সুস্থ নাগরিক হতে পারতো।
এখন যেহেতু সে কান কাটা সাফাত হয়ে গেছে। এখন সে গাজ্ঞা ও হেরোইন খেয়ে নিজের শরীল নষ্ট করেছে। চুরি ডাকাতি করে, ইভটিজিং করে, স্বামীকে আটকে রেখে পরের বউ কে ধর্ষন করে। এক কথায় সে এখন সমাজ ও রাষ্ট্রে কোন উপকারে আসতেছে না। তাহলে হিসাবটি কি দড়ালো? শামীমার সাথে অন্য কারো পরকীয়া ছিলো, যার কারনে দেশ একটি সুনাগরিক হারালো। দেশের জন্য আর কিছু করতে পারেন বা না পারেন, বিয়ে করে স্বামী/স্ত্রীকে কেয়ার করুন। সুস্থ পরিবার গঠন করুন। দেশকে সুসন্তান উপহার দিন।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


