
গত ২৬ নভেম্বর ২০২৪ ইং তারিখে একটি ডিপিএস করেছিলাম। সোনালী ব্যাংকে ডিপিএস করেছিলাম। মাসে ১ হাজার টাকা। বন্ধুদের আড্ডা, ঘোরাঘুরি, বিকালের নাস্তায় অনেক টাকা খরচ হয়ে যায়। ডিপিএস করে রাখলাম। একটা সময় পরে অনেক টাকা রির্টান পবো। এই উদ্দেশ্যে টাকা রেখেছি। হয়তো ১০ বছর পর এই টাকা দিয়ে ব্যাবসা শুরু করতে পারি। বা এফডিআর করতে পারি। বা অন্য কোন প্রোয়োজনে টাকা ব্যায় হতে পারে।
২০১৪ সালে আমার বাপ মা যদি বলতো, এত টাকা খরচ না করে কিছু টাকা জমাও। তাহলে হয়তো আমার হতে কম হলেও ১ লাখ ২০ হাজার টাকা আসতো। সেটা দিয়ে একটি এফডিআর করতাম। মুনাফার কিছু অংশ দিয়ে আবার ডিপিএস করতাম। আর নিজের হাত খরচ চালাতাম।
আমি আপনাদের সঞ্চয় করার জন্য উৎসাহ করবো। আর কিস্তি, ক্ষুদ্র ঋন, হোম লোন, কার লোন, স্টুডেন্ট লোন ইত্যাদি না করার জন্য অনোরোধ করছি। মনে করেন আপনি গাড়ি কিনার জন্য লোন নিলেন। বা হোম লোন নিলেন। ঋনের টাকাটা পরিশোধ করাটা লস প্রজেক্ট। মনে করেন ১০ হাজার টাকা দিয়ে মোবাইল কিনলেন। টাকাটা লোনের। আপনার কিন্তু পরিশোধ করা লাগতাছে সুদ সহ ১৫ হাজার টাকা। এতে আপনার ৫ হাজার টাকা লস। তা ছাড়া এই মোবাইল দিয়ে তো ১০ ০০০ টাকা ও লাভ হচ্ছে না।
আপনি ফ্ল্যাট কিনারা জন্য, গাড়ি কিনার জন্য, ফ্ল্যাট কিনার জন্য বা অবসরে আরমে কাটানোর জন্য ডিপিএস করলেন। এটা আপনার জন্য ফায়দা নয় কি? মধ্যবিত্তরা ডিপিএস করবে। বড়লোকরা যা মনে চায় করুক।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



