
বাংলালিংক থেকে এমন ম্যাসেজ আসার পর, আমার মনের ভিতরে ভয় ঢুকে গিয়েছে। বাপ রে বাপ। কি ভয়ংকর খবর? এখন ভয় পেতে হলে; রাতের আধারে ছাদে ভূতের গল্প শুনতে হবে না। এমন কয়েকটি খবর দেখলেই, ভয়ে কাপনি উঠে যাবে।
দেশে কর্মসংস্থানের অভাব ও অল্প বেতনের কারণে সাধারণ মানুষের জীবিকা নির্বাহ আজ চরম কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এর সাথে যোগ হয়েছে ভ্যাটের উচ্চ হার, যা দিন দিন মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি আজ কর্মজীবী মানুষের নাজেহাল অবস্থার প্রধান কারণ হয়ে উঠেছে।
আমাদের প্রস্তাব, ভ্যাটের উচ্চহার আরোপ না করে দুর্নীতিবাজদের সম্পদ ক্রোক করার প্রতি মনোযোগ দেয়া হোক। যেসব সরকারি কর্মকর্তার ঘরে কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া যায়, তাদের আয়ের উৎস তদন্ত করা হোক। যদি সেই আয়ের উৎস অবৈধ হয়, তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি আয় বৈধ হয় এবং তারা নিয়মিত কর দিয়ে থাকেন, তবে তাদের সম্মানিত করুন এবং প্রাপ্য পুরস্কার দিন।
অতএব, রাজকোষ পূরণের জন্য সাধারণ মানুষের ওপর ভ্যাটের বোঝা চাপানোর বদলে দুর্নীতিবাজ ও ট্যাক্স ফাঁকিদাতাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা হোক। এভাবেই জাতি পাবে সুশাসন এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
১৫% এর বেশী ভ্যাট চেয়ে লজ্জ নিবেন না।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



