
আমি যখন কাউকে উপকার করি, আমি চাই কোন মানুষ উপকার করতে না দেখুক। এর একটি কারন আছে।
আমার এক দূর সম্পর্কের ফুফু আছে। আমার আব্বুর দূর সম্পর্কের খালাত্বো ভাই বোন বা চাচাত্বো ভাই বোন হবে। আমি সে সময় নানীর বাড়িতে থাকতাম। সেই ফুফুর ছেলে বসুন্ধরা পেপার মেইলে থাকতো বিধায় আমাতের বাড়ির কাছেই বাসা ভাড়া নিয়ে থাকতো। তাদের বাড়ি মূলত দাউদকান্দি, কুমিল্লায়।
একদিন এক লোক আমার কাছে সাহায্য চায়। তখন তার সেই উপকার দরকার ছিলো। আমার তখন সময় ছিলো। আর সেই উপকার করার সামর্থ্যও ছিলো। আমি সেই উপকার করলাম। এইটা আবার সেই ফুফু দেখে ফেলে। “আমি উপকার কেন করলাম?” এই অকামের বিচার ফুফু আমার নানীর কাছে দিয়েছে। এবং নানী বিভিন্ন রকম কটু কথা শুনাতে থাকে। ফুফুর সামনেই শুনাতে থাকে। এর পর থেকে মাইন্সেরে উপকার করতে ঢর লাগে।
কাউকে উপকার করার প্রতিদান; উপকার ভোগী ব্যাক্তির কাছ থেকে পাই নাই। বয়স যখন কম ছিলো (কলেজে পড়ার সময়) খুব খারপ লাগতো, রাগ লাগতো, মনে ক্ষোভের জন্ম হতো। উপকার ভোগী, আমার বিপদে নূনতম ফিডব্যাক না পাইলেও এখন আফসোস লাগে না। বরং কেউ আমার প্রসংসা করুক, এটাই আমি চাই না।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


