অনেক সময় নানা ব্যাস্তাতার জন্য ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে পারি না। বাসায় কোন ছোট ভাই বা ভাতিজাও থাকে না যে তাদের দিয়ে ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে আসবো। যদি এমন হয় অনলাইনের মাধ্যমে যদি একাউন্টে টাকা জমা দেয়া যায় তাহলে খুব ভালো হতো।
যেমন আমি আমার একাউন্ট নম্বর ঢুকালাম। পরে আমার বিবরন আসলো। পরে আমি টাকার পরিমান লিখলাম। পরে বিকাশ, নগদ বা ক্রেডিট কার্ড এর মাধ্যমে টাকা জমা দিলাম।
তবে হ্যা। কে টাকা জমা দিচ্ছে সে ক্ষেত্রে এনআইডি কার্ড এর নম্বর দিয়ে ভেরিফাই করতে পারেন।
এতে করে সুবিধা হবে কি? আমি পাচঁ মিনিটে একাউন্টে টাকা জমা দিতে পারলাম। আমার সময় বাচলো। আপনাদেরও কাগজ ও শ্রম বাচলো। তারপর মনে করেন। আমার ছোট ভাই আছে। তাকে টাকা পাঠানো লাগবে। তাকেও এই সিস্টেমে টাকা পাঠালে সুবিধা হয়। ব্যাংকে গিয়ে দীর্ঘক্ষন লাইনে তো দাড়ানো লাগলো না। আবার মনে করেন শুক্র শনি বা বন্ধের দিন ও টাকা জমা দেয়া যাবে।
আমার আইডিয়াটা দেখতে পারেন।
বিঃদ্র। কোন একদিন সরকারি ছুটি ছিলো। আমি সেটা জানতাম না। আমি আমার একাউন্ট এ টাকা জমা দেবার জন্য ব্যাংকে যাই। পরে দেখি ব্যাংক বন্ধ। সেই থেকে আমার এই বুদ্ধিটা আসে। আরেকদিন আমার ব্যাংকে টাকা জমা দেবার খুব দরকার ছিলো। পরের দিন থেকে ইদের বন্ধ। আমি ব্যাস্ত থাকার দরুন আর ব্যাংকে দিয়ে টাকাটা জমা দিতে পারি নাই। সেই থেকে আমার এই আইডিয়াটা আমার মাথায় আসে। আপনাদের কে এই জিনিস টা বিবেচনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


