
ডিসক্লাইমার: এই গল্পটি কাল্পনিক। কারো সাথে এই কাহিনী মিল নাই। কারো সাথে এই গল্প মিল খুজে পেলে আমি দায়ী না।
একদেশে ছিলো এক ছেলে। ছেলেটি ছিলো কম্পিউটার এক্সপার্ট।সে কম্পিউটার সার্ভিসিং করে লাখ খানিক টাকা কামিয়ে নিতো। ফ্রিল্যাংসিং ও ফটোকপি, কম্পিউটার কম্পোজ ইত্যাদি ব্যাবসা তো আছিলোই।
সে গ্রামে থাকতে পছন্দ করিতো। সে থাকতো মৌলভীবাজার এর শ্রিমঙ্গল উপজেলায়। পাহাড়ে বেষ্টিত তাহার বাড়ি। বাড়ির অদূরে লাউয়ের ছড়া বোটানিকেল গার্ডেন।

বাহিরে রিমজিমজিম বৃষ্টি। এই গল্পের নায়কের নাম রাজিব। বারান্দায় এক কাপ কফি নিয়ে বসে আছে। বাহিরে বৃষ্টি। মনটা আজ তার কেমন যেন করছে। সে আজ কাজে যাবে না। আজ সে নিজেকে প্রকৃতিতে বিলিয়ে দিবে।
রাজিবের বয়স আজ ২৫। তরুন। সে বিয়ে করে নি। কোন মেয়ের সাথে প্রেম হয় নি। কারন সে মেশিন কে ভালোবাসে। তার বাবা মা নেই। বাড়িতে থাকে এক চাকর।
সেই চাকর কে ডেকে বললো “এই বাজারে যাও। খাসির গোস্ত এনে খিচুরী রান্না করো। আজ খিচুরী খেতে ইচ্ছে করছে।” চাকর গেলে বাজারে।
আজ রাজীবের খুব আলসেমি লাগছে। সে দোকানে যাবে না। ফোটা ফোটা বৃষ্টিতে সে আকাশ কুসুম কল্পনা করছে। সে চিন্তা করছে এলিয়েনদের কথা। সে চিন্তা করছে মিশরের মামীর কথা। সে চিন্তা করছে রাজা ও দৈত্যের কাহিনী।

দুপুরে রাজীব ভালো মন্দ খেলো। তার চাকর এর রান্নায় খুব ভালো। দুপুরে সে খেয়ে একটি ভালো ঘুম দিলো।
কি সুন্দর দিন গেলো!!!
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



