
বালাসী ঘাট, ১নং কঞ্চিপাড়া ইউনিয়ন, ফুলছড়ি উপজেলা, গাইবান্ধা।
১নং কঞ্চিপাড়া ইউনিয়নের একটি ঐতিহ্য স্থান হচ্ছে বালাসী ঘাট । এই ঘাট ১৯৯৬-৯৭ সালে চালু হয়ে বর্তমানে চলমান আছে । এই লঞ্চ ফেরী দিয়ে নদীপথে মালামাল বহন করে । এটি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভুমিকা রেখে চলছে।
এই বালাসী ঘাট একটি ইয়া বড় নদী। নদীর ঐ পার (পূর্বে) জামালপুর জেলা।
যেভাবে যাবেন: গাইবান্ধা রেল স্টেশন থেকে একটি অটো রিজার্ব করে যাওয়া যায়।
রাস্তার দুই পাশে ধান ক্ষেত। মনোরম পরিবেশ। যখন অটো দিয়ে যাবেন মনটা ভালো হয়ে যাবে।

আমি কল্পনা করছিলাম। নদীর ওপার চড়ে আমার একটি বাংলো বাড়ি থাকবে। সেখানে আমার গরু, মুরগি, হাস, খাসির ফার্ম থাকবে। এগুলো দেখাশুনা করার জন্য লোক থাকবে। আমার বাংলো বাড়ি থেকে মূল ভূন্ডে আসার জন্য একটি ফেরীঘাট থাকবে।
পর্যটকদের জন্য আলাদা কোয়ার্টর ও মেস থাকবে। হোটেলও দিতে পারি। সব চেয়ে বেশী মজা লাগবে বৃষ্টির দিনে। বৃষ্টির দিনে, বারান্দায় বসে বসে এক কাপ চা এর অনুভূতি; অন্য রকম লাগবে। যারা নতুন বিয়ে করেছে এবং স্ত্রী নিয়ে যারা সুখে আছেন তাদের জন্য এটা রোমান্টিক পরিবেশ। আমার মত হতভাগার জন্য; সব মূহুত্ত বউ ছাড়া উপভোগ্য। মানে বউ না থাকলে আমার জন্য সুবিধ।
এখন এমন পরিবেশে আপনারা কি কি করবেন, এটা আপনার কল্পনা করুন।



সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



