
গত মাসে দুইটি জাতীয় পরিচয় পত্র সংশোধন এর আবেদন করেছি। এখন জাতীয় পরিচয় পত্রে সকল কাজ অনলাইনে হয়। গতমাসে যে সকল সংশোধন আবেদন করেছিলাম সেগুলো আজ ঠিক হয়ে এসেছে।
জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে যা যা লাগে:
নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ঠিক করতে যা যা লাগে:
০১। এসএসসি সার্টিফিকেট।
০২। জন্ম নিবন্ধন।
০৩। পিতার নাম, মাতার নাম সংশোধনের ক্ষেত্রে তাদের জাতীয় পরিচয় পত্র লাগবে।
গ্রাম/ঠিকানা সংশোধন করতে যা যা লাগে:
০১। ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তক প্রদত্ত নাগরিকত্ত সনদ।
০২। কারেন্ট বিল এর কাগজের ফটোকপি।
০৩। হোল্ডিং ট্যাক্স রশিদের ফটোকপি।
স্বামী স্ত্রী নাম সংশোধনের ক্ষেত্রে যা যা লাগবে:
০১। কাবিন এর কাগজ
০২। স্বামী স্ত্রী এর জাতীয় পরিচয় পত্র।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



