
গল্পটি কাল্পনিক। এটার সাথে কারো জীবনে কোন মিল নাই। যদি কোন সাদৃশ্য খুজে পান, তাহলে এটার জন্য আমি দায়ী না।
রাকিব নামের এক ছেলে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখেছে। যেথানে লেখা ছিলো সকল শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি এবং ১ম শ্রেনী গেজেট কর্মকর্তা কতৃক প্রদত্ত চারিত্রিক সনদ পত্র লাগবে।
এখন রাকিব সব কিছু ফটোকপি করলো। সত্যায়িত করিলেন। কিন্তু কোন ১ম শ্রেনী গেজেট কর্মকর্তা চারিত্রিক সনদ পত্রে স্বক্ষর দেয় না। এটার জন্য রাকিব খুব দুঃচিন্তায় আছে। কি করবে বুঝতে পারবে না। তার বংশে এমন কেউ না যে বিসিএস ক্যাডার। সে সরকারি কলেজে পড়তেন। এই কথা মনে পড়তে সে তার শিক্ষকদের কাছ থেকে চারিত্রক সনদ পত্র এনেছে।
এখন রাকিব মনে মনে প্রশ্ন করে:
০১। যদি পুলিশ ভেরিফিকেশন এর মাধ্যমে যদি আমার চারিত্রিক গুন যাচাই করা হয় তাহলে এই চারিত্রক সনদ পত্র কেন লাগবে।
০২। ভাইবার বোর্ডে যদি সকল সার্টিফিকেট এর মূল কপি প্রদর্শন করা লাগে তাহলে এগুলো শুধু শুধু ফটোকপি করালে কেন?
০৩। এই ছবি তে যে আছে সে রাকিব। এটা ঐ বেডা চিনলো কি করে। ছবি সত্যায়িত চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে করাতে
হবে।
রাজী্ব নামে একটা ছেলে ছিলো। সে ১ম শ্রেনী গেজেট কর্মকর্তা পিছনে পিছনে ঘুরে ব্যার্থ হয়েছিলো। তাই সে একটি সত্যায়িত সীল এনেছে। এবং নিজের কাগজ নিজে সত্যায়িত করেছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




