যেমন ধরা যাক, ১৯৯০ এর ফেব্রুয়ারীতে নেলসন ম্যান্ডেলা ২৭ বছর কারাবাসের পর মুক্তিলাভ করেন। অথবা বলা যায় সে বছরের এপ্রিলে স্পেস টেলিস্কোপ "হাবল" কে তার কক্ষপথে স্থাপন করা হয়।
কিন্তু তার থেকেও বড় কথা ওয়াল্ড ওয়াইড ওয়েবের জন্মই হয় এবছরের (১৯৯০) শেষদিকে। এ সময় ওয়াল্ড ওয়াইড ওয়েবের জনক টিম বার্ণার্স লী (Tim Berners-Lee) বিশ্বের প্রথম ওয়েবসাইটটি (প্রথম ওয়েব সার্ভারে) প্রকাশ করেন।
সাইটটি এখনো লাইভ। দেখে আসুন http://info.cern.ch
১৯৯০ সালের ডিসেম্বরে যেখানে ওয়েবসাইট ছিলো ১ (এক) টি সেখানে বর্তমান সময়ে ওয়েবে প্রায় ২০ কোটি ওয়েবসাইট আছে। প্রতিদিন আরও হাজার হাজার ওয়েবসাইট এতে যোগ হচ্ছে।
দেখুন ওয়াল্ড ওয়াইড ওয়েবের প্রসারন কিভাবে ঘটেঃ
সময় ওয়েবসাইট সংখ্যা
ডিসেম্বর ১৯৯০ ১
ডিসেম্বর ১৯৯১ ১০
ডিসেম্বর ১৯৯২ ৫০
জুন ১৯৯৩ ১৩০
সেপ্টেম্বর ১৯৯৩ ২০৪
অক্টোবর ১৯৯৩ ২২৮
ডিসেম্বর ১৯৯৩ ৬২৩
জুন ১৯৯৪ ২৭৩৮
ডিসেম্বর ১৯৯৪ ১০০২২
জুন ১৯৯৫ ২৩৫০০
জানুয়ারী ১৯৯৬ ১০০০০০
পরবর্তী অংশ দেখুন নীচের চিত্রেঃ

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




