আবারো রাত হলে ফিরে আসা হয়
আমার ডেরায়, অপলক চোখ উঠে এসে ঝুলে থাকে
জানালায়, নির্ঘুম রাত; বলি-অন্যসব কাজকর্ম
ফেলে এইখানে রুমের কোনা চষে বেড়াও, ছাগলের বাচ্চা
জানো না আমি এমনিতেই ব্যাধিগ্রস্ত? জানি ক্যানো ঘুরো ফিরো,
এখন নয়,
একদিন খবর দিলে এসে নিয়ে যেয়ো
হলুদ চাদরে মোড়ানো,
প্যাঁচানো,
একটা খর্ব- কৃশ, ক্লিষ্ট দেহ,
এক ছাঁচে পঁচিশটা
গোলাপি কাঁচ-খণ্ড রেখে একটা আগুন জ্বালাবো,
সেই আগুনে আমার চাদর পুড়িয়ো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


