বেশ কিছু দিন হলো খেয়াল করছি --হটাথ করে অনেকের নওমুস্লিম হবার খবর অতি উদ্দীপনার মাধ্যমে বেশ কিছু ব্লগার প্রচার করে,
অতী বড়সর আত্ততিপ্তির ঢেকুড় তুলছে।
কিন্তু সংখ্যা তত্তের ভিত্তিতে এর অবদান কত টুকূ ? এই গ্লোবের
৭০০ কোটি জনসংখ্যার বেশির ভাগটাই কোন কমিউনিটির -- তা সবার জানা।
এ বার অনেকেই মহা জ্ঞানীর মত স্টাইলে গালে হাত দিয়ে ভাবভে,
আরে এ কি সব বলেছে?
বিন্দু- বিন্দু জমে সিন্ধূ হয়। এক দিন তা নিশ্চই হবে। কিন্তূ তাতেও তো এক টা প্রশ্ন আছে তাই না? ফ্লোইং অন কনটিনিউটী--
মানে সদা সব্বদা ----।
আর ঠীক এ খানেই আমার প্র শ্ন --- ধরা যাক, ইসকন-- গোটা পিথীবি
সহ ভারত , বাংলাদেশ ,এমন কি পাকিস্তানে ও বিভিন্ন শ্রেনীর
মানূ্য জন কে ধরে ধরে হিন্দু বানাচ্ছে । একটু খেয়াল করলেই দেখা
যায় অনেক ইউরোপিয়ান , আফ্রিকান , সাদা / কালো চামড়ার ভীড়
রয়েছে এই দলে। কিন্তু সেই কথা টিই ফিরে আসে যে -- সংখ্যা
তত্তের ভিত্তিতে এর অবদান কত টুকূ ? এই গ্লোবের জন্য?
এ বার আসা যাক - সব চেয়ে বেশি জনসংখ্যা সব্বস্য খ্রীস্টান
কমিউনিটির দিকে ;;;;;?
এদের সম্পকে খুব বেশি বলার প্রয়োজন আছে কি?-- চারেপাশে
একটু ভালো করে নজর বোলালেই দেখা যাবে -- কত খ্রীস্টান
মিশনারী, স্কুল আর দাতব্ব্য চীকীতসাল্যয়। আর ইনারা ঠীক কি
করেছে - বা - কি করচ্ছেন এই মুহুতে - তা বিশদ ভাবে ব্যাখ্যা করার
খুব বেশি প্রয়োজন আছে -কি?
অনেকের অনেক পরিচিত -ই- ইদানিং ভীড় জমিয়েছেন অই লাইনে--
এটা দিনের আলোর মত ধ্রূব সত্য।
অথচ কারন কি? ক্ষূদ্র বা অসীম সাথ্র না -থাকলে স্রস্টির এই অনন্য অবদান- বুদ্ধীদীপ্ত প্রজাতীর প্রানী-- মণূষ্য সম্প্রদায় ,এক আউন্স তূলো এদিক থেকে ওদিক করে না--সেই কিনা ভীড় জমাবে ধ্মান্তকরন
প্রক্কীয়ায়- তাও আবার সইচ্ছায় ?-- --- এটা মানতে বড় কষ্ট হয়।
তারপ্ র- ও - আবার কিন্তু সেই কথা টিই বার -বার ফিরে আসে যে -সংখ্যাতত্তের ভিত্তিতে এই সামান্য থেকে সামান্যতর ব্ দ্ধি সাবিক
পরিসংখ্যান পরিমাপের অগ্রগতির কত শতাংশ - বা - এর অবদান কতটুকূ ? এই গ্লোবের জন্য?
পরিশেষে ----- সেই সব উব্ব্রর মস্তীক্ক জাত - ব্লগার দের বলতে
ইচ্ছে করে - অতি উদ্দীপনার মাধ্যমে এয় রূপ সাত্থান্ন্যেষী,
মূস্টীমেয় অতী মহা মানবদের (ধম্মদ্রূহী/ ধম্মচূত্য - তা - সে ---যে
ধম্মের- ই= হোক) খবর প্রচার করে বেশ বড়সর আত্ততিপ্তির ঢেকুড় না তোলাটাই শ্রেয় নয় কি???
আমি নাস্তীক নই----- আবার অতি মাত্রায় ---
((বাস্তিক--বিকারগ্ স্ত্য উগ্র মানসিকতার সাব্বিক ধম্মান্ধ কীট)) এটা আমার নিজ মতামত))) নই,
আমি আস্তীক -- তাই মনে মনে উচ্চারণ করি, শ্রী ম্রত ভাগবত গীতার
সেই অমোঘ বানী--- সঃ ধম্ম নিধণে' শ্রেয় , পর ধম্ম ভয়াবহ।
বিঃদ্রঃ--আমি তন্মাত্রা দিয়ে লিখি।এ খানে পোস্ট করার পর বানান
ভূল দেখাচ্ছে--দূখীতঃ
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






