নাম হল RJ নিরব। রেডিও টুডে fm ৮৯.৬ এর জনপ্রিয় একজন RJ।(যদিও তাকে ইদানিং রেডিও এর চেয়ে টিভিতে বেশি দেখা যায়।) অনেক মেয়েদের জানের কলিজা বললেও ভুল হবে নাহ। অনেক মেয়েরা টাকে অন্ধের মতো পছন্দ করে থাকে। আর এই অন্ধ পছন্দ করাকেই কাজে লাগিয়ে RJ নিরব অনেক মেয়েদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলে। আর যখন ঐ সব মেয়েদের ব্যবহার করা শেষ হয়ে যায় তখন তাদের চিনতেওপারে না নিরব। শুধু নিরব না, fm জগতের বেশীর ভাগ RJ রাই এই কাজ করচ্ছে। কিন্তু এই সব ঘটনা সব সময় ভিতরেই থেকে যাচ্ছে বাইরে আর বেরুতেপারে না। এই সব ঘটনা যদি সবার জানা থাকতো তাহলে হয়তো অনেক মেয়ের জীবন বেঁচে যেত। এইরকম একটা ছোট্ট প্রমান পাওয়া যায় কাল রাতেবাংলাভিশন চ্যানেল এর সরাসরি অনুষ্ঠান বাংলাভিশন মিউজিক নাইট। যেখানে উপস্থপনা করচ্ছিল RJ নিরব। অনুষ্ঠা...নে একটি মেয়ে ফোন করে নিরবকে বলে, আর কতো মেয়ের জীবন তুই নষ্ট করবি? কুত্তার বাচ্চা ভালো হইয়া যা। এই কথা শুনার পরও না শুনার ভান করে নিরব বলে, কি উনি বুঝাতে চেয়েছেন আমরা বুঝি নাই, আশা করি পরে আবার ফোন দিবে। তবে নিরব না বুজলেও যারা কথাটি শুনেছেন তারা ঠিকই বুঝতে পেরেছেন ওই আপু কি বলতে চেয়েছেন।
যাই হক সব আপুদের সাবধান করে বলে দিচ্ছি, আপনারা রেডিও শুনেন ঠিক আছে কিন্তু দয়া করেRJ দের সাথে পার্সোনাল রিলেশনে যাবেন না। পড়ে হয়তো বা কাঁদতে হতে পারে।
তার পরও সব কিছু আপনাদের নিজেদের ব্যাপার। সব মানুষ সমান না এটাও সত্য।সবার জন্য শুভ কামনা।
(collected)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


