সন্ত্রাসী হলো সে ব্যক্তি যাকে দেখলে অন্য
একজন সন্ত্রস্ত হয়। এখন একজন চোর একজন
পুলিশকে দেখলে চোর সন্ত্রস্ত হয়। এখানে
চোরের কাছে পুলিশ সন্ত্রাসী। এভাবে দেখলে
আমাদের প্রত্যেক মুসলমানকে সন্ত্রাসী হওয়া
উচিত
। যাতে কোনো মদখোর, ব্যাভীচারী,
চাঁদাবাজ, ধর্ষক, ডাকাত, চোর কোনো
মুসলমানকে দেখলে সন্ত্রস্ত হয়- ভয় পায়। কিন্তু
ইসলাম কখনো এমন সন্ত্রাসবাদ শিক্ষা দেয় না
যাতে সাধারণ মানুষ কষ্ট পায় এবং সমাজে
বিশৃঙ্খলা দেখা দেয়। জানি না, কেন যে
সন্ত্রাস কথাটি শুনলেই মানুষের এখন টুপি দাঁড়ির
কথা মনে পড়ে? আমি আপনাদের চ্যালেঞ্জ করছি
মাত্র একটি কুরআনের আয়াত কিংবা একটি সহিহ
হাদিস দেখাতে যেটি সমাজে বিশৃঙ্খলা তথা
সন্ত্রাসবাদ শিক্ষা দেয়। তাহলে কেন মিডিয়ার
তালে তালে নাচতেছেন?

সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




