তোমার চোখের তারায় দেখেছি আলো
দেখেছি নতুন ভোর হিমেল হাওয়ায়
খুজেছি মানিক নীল অতলতায়
তোমায় বলি আমি বেসেছি ভালো
তোমার হাসিতে শীতের শিশির হাসে
নতুন আভা জাগে সবুজ ঘাসে
হৃদয় কোণে বাজে ছন্দ মাদল
জীবন প্রদীপ জ্বলে নতুন আশে।
হাজার বছর ধরে কাটছে প্রহর
জেগে আছি আমি এক অজানা নেশায়
ধুল-কালি কাদামাখা আত্না আমার
সিক্ত-রিক্ত পরিত্যক্ত শহর...
শ্রান্ত মোরে কাছে টেনে নিবে বল
হৃদয় ভাসিয়ে মম হাসবে হাসি
এলোকেশ দুলিয়ে রিনরিনে স্বরে
বলবে "আমি তোমায় ভালবাসি"
হয়তো অবুঝ মনে ভাবছি সবই
হয়তো দৃষ্টে আছে নিরেট হতাশা,
তবু যা আছে, আমি বাঁচি তাই নিয়ে
নিরাশার দোলাচালে একটু আশা।
16/11/12

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


