এত হা হুতাশ করে লাভ নেই । ব্লগ আগের মত নাই। তাতে কী হয়েছে। যে যাবার সে যাবেই, যে আসবে তাকে সাদরে গ্রহণ করতে হবে। অনেকেই কয়েক মাস যাবত, পোস্ট দিচ্ছেন, মন্তব্য করছেন কিন্তু তাদের পোস্ট প্রথম পাতায় আসতেছে না। প্রথম পাতায় পোস্টগুলো আসলে আরেকটু জমজমাট হতো ব্লগটা। আগে অনেকেই সবার পোস্টেই মন্তব্য করতেন। এখন আর করেন না। তাও ভালো অনলাইনে তাদেরকে দেখতে পাই।
এখন ব্লগে ১৫ জন অনলাইনে আছে। এটাও কম নয়। বর্তমানে সময়ের বরকত অনেকটা কমে গেছে। কাজ করে কূল পাওয়া যায় না। আমি আগে বেশ সময় পেতাম। লিখালিখিও আর ব্লগে সময় দিতে পারতাম। এখন কাজের মাত্রা বেড়েছে। সকাল থেকে বসে কাজে হাত দিই, একেবারে দুপুর গড়িয়ে বিকেল হয়। ফাঁকে ঢুকি ব্লগে, মন্তব্য করি অথবা পোস্ট পড়ি। রিফ্রেস দিই কিন্তু নতুন পোস্ট আসে না। পুরাতন পোস্টই প্রথম পাতায় রয়ে যায় অনেক সময় ধরে।
আমার মোবাইলে অনেক ছবি জমা হয়ে আছে। পিসিতে ছবি আপলোড দেয়া যায় না বলে আর ছবি এডিট করতে পারি না বলে আর ছবি পোস্ট দিতে পারি না। মাঝে মাঝে ইচ্ছে হয় একটা ব্যক্তিগত পিসি কিনে নেব। কিন্তু সময় পাবো বলে মনে হয় না। তবুও কখন যে কিনে ফেলি তার গ্যারান্টি নাই। গাল গল্পে সময় কাটানোর মত সময় আর নাই। নতুন বাড়িতে কাজের অভাব নাই। গুছাতে পারি না। সকালে ৯.১০ এ বের হই, ৬টায় বাসায় পৌঁছি। ছাদে গাছগুলো রেখেছি। কিন্তু পানি দেয়ার টাইম পাই না। দুঃখজনক হলেও সত্য। আমার অর্ধেক গাছেরই পাতা পুড়ে গেছে। বারান্দা থেকে হঠাৎ গাছগুলো ছাদের রোদে রাখার ফলে গাছগুলো মলিন হয়ে গেল। আশাকরি শক কাটিয়ে উঠতে পারবে। গাছের যত্ন নিতে হবে। সময় বের করতে হবে। একে একে সব গুছাতে হবে। তার জন্য সময় প্রয়োজন। আল্লাহ আমাকে যেন সময়ে বরকত দেন সবাই দোয়া করবেন।
======================================================================
সময় তুই বড় নিষ্ঠুর। কেমন করে যেন তরতর করে বেয়ে উঠিস স্রোতের সিঁড়ি, সে সিঁড়িতে পা রাখলেই দেখি সাঁঝের বেলা। পূর্বাশার সূর্যটা মাত্রই দেখেছিলাম, সহসা দেখি পশ্চিমে ডুবে যায় রক্তিম সূর্য। সময় তোর কোন হৃদয় নেই-তুই নিয়ে যাস আমায় অশীতিপর, বুড়োবেলায়, বুড়োবেলার ভেলায় ভাসতে ভাসতে একদিন পা রাখবো অনন্ত যাত্রায়। সময়, তুই একটু সময় ধার দিস, আমি সংসার গুছাতে চাই, কবিতার খাতা ভরতে চাই কবিতায় কবিতায়। সময় আমায় বুড়ো করিস, কিন্তু মন রাখিস কুড়ি। তরতাজা মন নিয়ে পা রাখতে চাই শেষ যাত্রার খেয়ায়।
সময় জানিস, আমার অনেক কাজ করতে ইচ্ছে করে, ইচ্ছে করে পুরাতন জিনিসগুলো ধুয়ে মুছে-উচ্ছাসের তাকে তাকে সাজিয়ে রাখি। ইচ্ছে করে তৈজসপত্র রোজ জায়গা বদলিয়ে রাখি। ইচ্ছে করে বিছানার চাদরগুলো তুলে নতুন চাদর পাতি, ইচ্ছে করে ঘরের পর্দাগুলো সরিয়ে নতুন পর্দায় সাজাই। ইচ্ছে করে রংবাহারী রং এ ঘর সাজাই। ইচ্ছে রান্নাঘরের তাকে তাকে নিত্য নতুন তৈজসগুলো ধুয়ে মুছে গুছিয়ে রাখি। ইচ্ছে করে নিত্য নতুন আইটেম রান্না করে আপনজনদের তাক লাগিয়ে দিই।
সময় আর কত ইচ্ছে জানিস, ইচ্ছে করে দেশ বিদেশ ঘুরে বেড়াই, সমুদ্দুর পাড়ে দাঁড়াই, ইচ্ছে করে বালিচরে হাঁটি নগ্ন পায়ে। সূর্যাস্ত দেখি অথবা সূর্যোদয়ে দাঁড়াই ঢেউয়ের কাছ ঘেঁষে। ইচ্ছে পাহাড়ে তাকিয়ে থাকি নির্নিমিখ। ঝর্নাধারায় হাত পাতি, হিম জল ছুঁই। ইচ্ছে করে অতীতের স্মৃতিগুলো ভাবি বন্ধ চোখে একাকি একটু অবসরে। আহারে সময়, তুইতো বিষাদ বিভ্রান্ত হওয়ারও সময় দিস না। দিস না তুই আমায় অবসর। তুই তো ব্যস্ত রাখিস আমায়, দুঃখ পাবো, কাঁদবো, হাসবো, গান গা'বো হেরে গলা ছেড়ে, কই কিছুই তো পাই না, পাই না এক টুকরো অবসর। অগণিত সময় নেই এখানে আর। আমি হন্য হয়েসময় খুঁজি আর সময় পালায় আমি ছেড়ে। এমন করেই বুঝি তুই ঠকিয়ে যাবি আমায়। আমায় নিয়ে যাবি জরাজীর্ণ প্রহরে তাই না?
==================================================================
ভালো থাকুন সবাই। ফি আমানিল্লাহ।
কারা নতুন? কয়েকমাস যাবত পোস্ট আর মন্তব্য করছেন। অথচ পোস্ট প্রথম পাতায় আসছে না? এখানে বলে যান
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



